অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।
গ্রামে খাবার কমে যাওয়ায় দুই কুকুর শহরে এসেছে। এসে একজন গেছে উত্তরে আর একজন দখকিন। এক মাস পর দুইজনের দেখা।
উত্তরের কুকুরটা অনেক মোটাতাজা হয়ে গেছে কিš দেিনর কুকুরটা আরও শুকিয়ে গেছে। তো উত্তরের কুকুর দেিনর কুকুরকে বললো, তুমি উত্তরে চলে আস, উত্তরে অনেক খাবার, তুমি মোটা হয়ে যাবে।
দক্ষিনের কুকুর :না
উত্তরের কুকুর :কেন?
দক্ষিনের কুকুর:আমি অপোয় আছি।
উত্তরের কুকুর: কিসের অপো?
দেিনর কুকুর: আছে বলা যাবে না।
এক মাস পর আবার দেখা।
এবার দেিনর কুকুর আরও শুকিয়ে গেছে। কিন্তু তারপরও সে উত্তরে যাবে না। শুধু বলে অপোয় আছে।
আরও একমাস পর তাদের আবার দেখা। দেিনর কুকুরের অবস্থা মরমর।
উত্তরের কুকুরের বললো, এইবার তুমি আমার সাথে আসতে হবে আর নয় তো বলতে হবে তুমি কিসের অপোয় আছো।
দেিনর কুকুর: তাহলে শোনো, এ যে সাদা বাড়িটা দেখ ওখানে একটা নতুন বৌ এসেছে। একদিন তরকারিতে বেশী লবন দিয়ে ফেলেছিল। তখন মহিলার স্বামি বলেছিলো তরকারিতে যদি আর একদিন লবন বেশী হয় তবে তোমাকে কেটে কুকুর দিয়ে খাওয়াবো। তাই আমি অপোয় আছি আবার কবে তরকারিতে লবন বেশী দিবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।