মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...
আমার জীবনে আমি অনেকগুলো বন্ধুবৃত্তের সাথে যুক্ত হয়েছি...... অনেক বন্ধু হয়েছে এ ক্ষুদ্র জীবনে। মজার ব্যাপার হল.... আমার যেমন অনেক বন্ধু,তেমনি আমার সাথে সবার দ্বন্দ্বও বেশি। যেহেতু শুধু আমার সাথেই সবচেয়ে বেশি মানুষের গন্ডগোল হয় তাই আমি স্বীকার করে নিয়েছি যে সেসব ক্ষেত্রে আমার দোষটাই বেশি।
আমার এমন বন্ধুও আছে যার সাথে কখনো ঝগড়া হয়নি..... কিন্তু সংখ্যায় খুব কম!
একটা সময় ছিল যখন আমরা নিজেরা বন্ধুরা নিজেদের মাঝে গালাগালি করাটা কে প্যাশন মনে করতাম..... সে সময়টা পার করে এসেছি আজ বহু দিন হয়েছ । ।
। আমার বন্ধুরা মডারেট হয়েছে.... আমি একটু সভ্য হয়েছি এরকম একটা সময়ে..... একটা ব্যাপার হল..... আমার গায়ে ততদিনে দিনে অনেক কালি আটকে গেছে, কিন্তু যেটা আটকানো বাকি ছিল সেটা হল বিশ্বাসঘাতকতা.....। সেবার সে তকমাটাও আটকে গেল..... সেঁটে গেল কপালে। শুধু বন্ধুরা বা ক্লাসমেটরা না..... সেবার নাটক দেখল সারা ইন্সটিটিউট!!!!!! আর আমি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম।
প্রায় একমাস পর আমার বন্ধুদের বড় অংশটা আমার সাথে কথা বলা শুরু করলে নাটকের যবনিকাপাত হয়।
এর মধ্যে আমাদের টিচাররাও কিছুর গন্ধ শুঁকতে শুরু করেছিলেন। এরপর আবার আমি ট্রেইটর_ বিট্রেয়ার হলাম..... আমার এক বন্ধু এখনো কথা বলে না আমার সাথে!! নিয়ম করে ওর জন্মদিনে ফোন করি আমি..... আর ও নিয়ম করেই আমার কন্ঠটা শুনে ফোন কেটে দেয়!
আমার বর্তমান অপবাদ (অপবাদ না সত্যিবাদও বলা যায়) হল আমি বন্ধুদের ভুলতে শুরু করেছি..... আরো নতুন অনেক উপাধি পাব আমি সেটাও জানি
তবে আমার নামের পাশ থেকে মীর জাফরি টাইপের উপাধিটা বোধহয় চিরদিন থেকেই যাবে..... কারণ সেদিন আমার এক বার বছরের বন্ধুর পরিবার নাকি আমার আসল নামটাই ভুলে গেছে.....
তো আমার সেই বন্ধুর সাথে একদিন কথা বলতে বলতে সেই প্রসঙ্গ তুলে আনতেই বন্ধুটা দাঁতে দাঁত চেপে আমাকে না শুনিয়ে বলল......
........... "কুত্তার বাচ্চা".......!!!!!!
আমি তখন মনে মনে বলেছিলাম; হ্যাঁ বন্ধু..... ঠিক বলেছিস। আমি আসলেই একটা কুত্তার বাচ্চা..... তোরা আমাকে লাত্থি মারিস.... তবুও আমি একমুঠো ফ্যানের আশায় তোদের কাছে এসে লেজ নাড়ি..... তোদের বাড়িতে চোর আসলে ঘেউ ঘেউ করি.... মাঝে মাঝে তোদেরকে কামড়েও দিই হয়তো..... কামড়ে দিয়েও আবার তো তোদের কাছেই ফিরে আসি..... তাইনা.....???
একেবারে সলিড কুত্তার বাচ্চার মতন?????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।