কৃত্রিম মাঠের মত সব্জে গালিচা
এ মাথা ও মাথা
গোলাপী কালচে হলদে মানুষের
মিশ্র-ব্যস্ত যাওয়া আসা
এ মাথা ও মাথা-
পাহাড় ঝিল ঘেরা কাঁচ কাঠ
দালানগুলোয় যেন কর্পোরেট পার্ক
থেমে থেমে কোন মহা প্রিন্টার
দীর্ঘশ্বাস ফেলে
একটু দূরে কতিপয় কর্ম মদাসক্ত
সেরে নেয় কিছু
দাপ্তরিক ফিসফাস-
বাহিরে পুড়তে থাকা গ্রীষ্ম বিকেল
অকেজো গাংচিল কোন উঠলো কি ডেকে?
এরই মাঝে এককোনে
এক জোড়া ক্লান্ত ঘুম ঘুম চোখ
ঝুঁকে থাকে যন্ত্রের উপর
অদ্ভুত এলগোরিদমে আঙুলগুলো করে
লেফট রাইট-
মনিটরে ফুটে উঠে
ঘু্মবিদ্ধ সময়ের অনুবাদ
সাদা ওয়ার্ড প্যাডের জমিনে
কালো নক্ষত্রের মতো.........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।