আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রা শুরু হলো সিডনী থেকে:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

স্বাধীনতার ৩৬ বছর পর যাত্রা শুরু হলো সিডনী থেকে। অবশ্যই আমরা আশাবাদী। ঘটনা নাটকীয় মোড় নিয়েছিল গত বছর সেপ্টেম্বরের ৭ তারিখে যখন সিডনী থেকে শুরু হয় জাতিসংঘ সনদের অধীনে ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনগত প্রক্রিয়া। বাংলাদেশে একাততরের গণহত্যার বিচার নিয়ে যখন সামস্টিক অসচেতনতা আমাদের বিবেককে পীড়া দেয় তখন হয়তো এই প্রজন্মকে জাগাতে একজন রেমন্ডের প্রচেস্টা আশার আলো দেখাচ্ছে। দৈনিক জনকন্ঠ মে মাসের ২২ তারিখের প্রতিবেদনে জানাচ্ছে, "একাততরের গণহত্যার দায়ে গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে অস্ট্রেলিয়ার হাইকোর্টে মামলা দায়েরের সুপারিশ করেছে সিডনীর ফেডারেল ম্যাজিস্ট্রেট আদালত"।

বাংলাদেশের গণহত্যার বিচারের পরে রাস্ট্রীয় নীরবতা, রাজনৈতিক অসচেতনতা ও বিভ্রান্তি যখন প্রবলভাবে বিদ্যমান তখন সিডনীতে শুরু হয়েছে এই ব্যতিক্রমী আইনগত প্রক্রিয়া। গণহত্যার বিচারের ব্যাপার কোন তর্কের বিষয় নয়। এটা রাজনীতির মাঠ গরম করার ইস্যুও নয়। আন্তর্জাতিক অঙ্গণে শুরু হলেও রাস্ট্রীয়ভাবে আমরা আমাদের ভূমিকা স্পস্ট করতে পারি না। যেমনটা সম্প্রতি দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর ঘাতক মহীউদ্দীনকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারী উদ্যোগ থমকে থাকা।

সেজন্যই গণসচেতনতার প্রয়োজন। সচেতন জনতার সোচ্চার হওয়ার প্রয়োজন। জনগণ একবার প্রতারিত হতে পারে, কিন্তু বারবার নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।