আমাদের কথা খুঁজে নিন

   

হাওয়ার প্রার্থনায় ওড়ে সাদা বকপাখি

আহসান জামান

১. হাওয়ায় ওড়ে দু'টি বকপাখি; পুরাণপুরে বিকেলের মৃদতাপের রোদ্দুর কান পেতে কুঁড়িয়ে নিই কবেকার স্মৃতি; অসংখ্য ধ্বনিদের মিছিল, খুঁজে পাই স্পর্দ্ধার স্পর্শ; শিহরণে জেগে আছে হাওয়াতে উড়ছে তোমার চুল, শাড়ীর আঁচল; বড্ড সেকেলে। ২. তোমার প্রার্থনার কাছে আমি ঘাসফুল অথবা বটপাতা। দু'চোখে স্বপ্নের উড়োজাহাজ উড়ে বসে কত বাজপাখি; তাদের নোখের হিংস্রতায় আমার রক্তাত্ত্ব শরীর। তোমার প্রার্থনায় আমি ঘাসফুল অথবা বটপাতা। ৩. ক্ষরণ থেমেছে কেবল; চেতনায় উড়ে বসে সাদা বকপাখি সারসের গ্রীবায় নিঃসঙ্গতা আর শুকায় জলজ চোখের পাঁপড়িরা। দু'কানে বন্ধ্যার আবাদ, অন্ধকারে ডুবেছে আলো, চোখ আর আহত স্বপ্নরা। তোমার আঁচলে উড়ছে নদীর ঢেউ পায়ে ধাতব মৃণাল। ক্ষরণে গেঁথে আছে মৃত্যুর গন্ধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।