আমাদের কথা খুঁজে নিন

   

অমিতাভের সাথে হ্যান্ডশেক

জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।

আমার কাজ লেষ্টার স্কয়ার এ (প্রথম আলো'তে লিচেষ্টার লিখে) যেখানে হলিউড ম্যুভির প্রিমিয়ার হয়ে থাকে। ঘুরাঘুরির জন্য চমৎকার জায়গা। স্পেশালি ধনীদের জন্য। যাইহোক, আজকে কাজ শেষের দিকে একটু বের হয়েছিলাম শপিং করব ভেবে।

দেখি অনেক মানুষের হইচই। এমনিতে এই জায়গাতে ম্যুভির প্রিমিয়ার ছাড়া ও সবসময় কিছু না কিছু হয়ে থাকে। তো সামনে গিয়ে জটলার মধ্যে ঢুকে পড়লাম। দেখি অক্ষয় কুমার আর দীপিকা পাড়ুকোন পোজ মারতেছে। 'চাদনী চক টু চায়না' নাকি কি যেন একটা হিন্দী ছবির প্রিমিয়ার হচ্ছে।

এটা দ্বিতীয় হিন্দী ছবি যেটার লন্ডনে প্রিমিয়ার হচ্ছে। শুরুটা হয়েছিল শাহরুখ খানের ওম শান্তি ওম দিয়ে। ভাবা যায় হিন্দী ছবি এখন মেইন স্ট্রীমের কাতারে শামিল হয়েছে। আর আমাদের দেশে এখনো 'সিড়ির নিচে বিড়ির দোকান', 'ভাবীর ঘরে দেবর কি করে' টাইপ ছবি বানাচ্ছে। আমি হিন্দী ছবি খুব একটা দেখি না তবে, মাঝে মাঝে দেখি।

ছবির কাহিনী ভালো লাগলে সেটা যে দেশের, যে ভাষাই হোক দেখতে আমার আপত্তি নেই। তারপর হঠাৎ দেখি একটা গাড়ি এসে থামে। মানুষের আরো বেশি হইচই দেখে খেয়াল করে দেখি গাড়িতে অমিতাভ বচ্চন। গাড়ি থেকে নামার সাথে সাথে সবাই সমানে চিল্লাচ্ছে। আমার পাশে দাড়ানো এক বলদ যেভাবে অমিতাভ, অমিতাভ বলে গলা ফাটাচ্ছে মনে হচ্ছে যেন তার বাল্যকালের বন্ধু।

অবশ্য এই ব্যাটার চিল্লানিতে অমিতাভ কাছে এসে হাজির। চারিদিক থেকে ক্লিক ক্লিক ছবি তুলতেছে। আমি ও দু একখান ছবি তুলতে পকেটে হাত দিয়ে দেখি আইফোনটা অফিসে ফেলে এসেছি। কি আর করা, চান্সে অমিতাভের সাথে হ্যান্ডশেক করলাম। আমারে তো বলে আরে মিয়া তুমি এইখানে ক্যান? হিন্দী ছবিতে তোমার মতো চেহারার নায়কের সন্ধান করতেছে।

আমি কইলাম অমিতাভজি আপনে এটা কি বলেন, শাহরুখ,সালমান,আমির থাকতে আমারে? তারপর আমারে কয় আরে ওরা বুইড়া হয়ে গেছে আর কতো। দীপিকারে যা লাগতেছিল রে দেইখা ভালোই লাগল, স্পেশালি দিপীকারে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.