আমাদের কথা খুঁজে নিন

   

অমিতাভের জুতা-রহস্য

ফেসবুকে ৪ জুন মঙ্গলবার নিজের একটি ছবি পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন। ছবিটি দেখে ভক্তদের একটি ধাঁধার উত্তর দিতে বলেন তিনি। তিনি লেখেন, ‘সবার জন্য একটি ধাঁধা দিচ্ছি। ছবিতে আমার জুতায় আপনারা কোনো বিশেষত্ব খুঁজে পাচ্ছেন কি?’ পরদিন অবশ্য অমিতাভ নিজেই ধাঁধার উত্তর জানিয়ে দিয়েছেন সবাইকে।
অমিতাভ তাঁর ছবিটি পোস্ট করার পর ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পান।

৩৮ হাজার লাইক পড়ে পোস্টটিতে। ভক্তদের কাছ থেকে ভালো ভালো অসংখ্য মন্তব্যও পান বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেতা। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ছবি পোস্ট করার এক দিনের মাথায় ধাঁধার উত্তর জানিয়ে অমিতাভ তাঁর ফেসবুক পাতায় লেখেন, ‘ধাঁধার উত্তর: মনোযোগ দিয়ে ছবিটি লক্ষ করলে দেখা যাবে, আমার পায়ের জুতার সামনের অংশে দাঁড়িপাল্লার চিহ্ন আছে। পশ্চিমা জ্যোতিষশাস্ত্রে তুলা রাশির চিহ্ন হিসেবে এটি ব্যবহূত হয়।

আমি তুলা রাশির জাতক। জন্মেছিলাম ১৯৪২ সালের ১১ অক্টোবর। এখন সত্যি করে বলুন তো, ধাঁধার সঠিক উত্তর কতজন দিতে পেরেছেন?’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.