জি মিডিয়া ব্যুরো তাদের এক প্রতিবেদনে জানায়, মহারাষ্ট্রে ২০১৩ সালে জারি হওয়া ‘অশুভ এবং কালো জাদু প্রতিরোধ’ আইনের আওতায় বচ্চন এবং বিজ্ঞাপন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন পাতিল। উক্ত আইনটি কুসংস্কার প্রচার এবং কালো জাদুর প্রচার রোধে তৈরি করা হয়েছে।
পাতিল অভিযোগ করেন, বাচ্চাদের হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনটিতে অমিতাভ এক ভূতের চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্য দিয়ে তিনি বাচ্চাদের মধ্যে এবং সমাজে ভূত ও অশরীরি আত্মার অস্তিত্বের কথাই প্রচার করছেন। এমন অভিযোগ এনেছেন পাতিল।
মুম্বাইয়ের বিচারপতি সিতা কুলকার্নি এ মামলার শুনানির তারিখ দিয়েছেন ১৮ এপ্রিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।