আমাদের কথা খুঁজে নিন

   

অমিতাভের বিরুদ্ধে মামলা

জি মিডিয়া ব্যুরো তাদের এক প্রতিবেদনে জানায়, মহারাষ্ট্রে ২০১৩ সালে জারি হওয়া ‘অশুভ এবং কালো জাদু প্রতিরোধ’ আইনের আওতায় বচ্চন এবং বিজ্ঞাপন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন পাতিল। উক্ত আইনটি কুসংস্কার প্রচার এবং কালো জাদুর প্রচার রোধে তৈরি করা হয়েছে।
পাতিল অভিযোগ করেন, বাচ্চাদের হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনটিতে অমিতাভ এক ভূতের চরিত্রে  অভিনয় করেছেন। এর মধ্য দিয়ে তিনি বাচ্চাদের মধ্যে এবং সমাজে ভূত ও অশরীরি আত্মার অস্তিত্বের কথাই প্রচার করছেন। এমন অভিযোগ এনেছেন পাতিল।


মুম্বাইয়ের বিচারপতি সিতা কুলকার্নি এ মামলার শুনানির তারিখ দিয়েছেন ১৮ এপ্রিল।



পাতিল তার অভিযোগের কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমকে জানান, “বিজ্ঞাপনটি সমাজে এবং শিশুদের মধ্যে ভূত এবং অশরীরী আত্মার উপস্থিতি প্রচার করছে। এরমধ্য দিয়ে তাদের মধ্যে জাদুটোনার উপরও বিশ্বাস তৈরি হচ্ছে। পুরোপুরি মিথ্যা একটি বিষয় সমাজে ছড়াচ্ছে বিজ্ঞাপনের মধ্য দিয়ে। ”
পাতিল প্রথমে বান্দ্রা পুলিশের কাছে তার অভিযোগ লেখাতে চাইলে বান্দ্রা পুলিশ তা ফিরিয়ে দেয়।

এরপর তিনি সরাসরি আদালতে মামলা দায়ের করেন।
পাতিল আরও অভিযোগ করেন, হেলথ ড্রিঙ্ক প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে শুরুতে বা শেষে কোনো ধরনের নোটিসও দেয়নি এ বিষয়ে।
অমিতাভ এর আগে ‘ভূতনাথ’ সিনেমায় এক ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন, যে তার বাড়িতে আসা একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব করে। সিনেমাটির সিকুয়েল ‘ভূতনাথ রিটার্নস’ শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে।
‘ভূতনাথ রিটার্নস’ সিনেমাটি ১১ এপ্রিল মুক্তির অপেক্ষায় রয়েছে।

এতে অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি, অনুরাগ কশ্যপ ঊষা জাদাভ, সঞ্জয় মিশ্রা এবং আরও অনেকে। কমেডি হররভিত্তিক সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.