জি মিডিয়া ব্যুরোর খবর অনুযায়ী, ১০ অক্টোবর মাঝরাতে দাদাকে ‘হ্যাপি বার্থডে’ গান গেয়ে শুনিয়েছে ছোট্ট আরাধিয়া। আর সবার সঙ্গে এই আনন্দ নিজের ব্লগের মাধ্যমে ভাগভাগি করে নিয়েছেন অমিতাভ।
অমিতাভ তার ব্লগে লেখেন, “কাজের খাতিরে পরিবারের বেশিরভাগ সদস্যই এখন শহরের বাইরে আছেন, এরপরও সবাই শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে ছোট্ট সদস্যটি ‘হ্যাপি বার্থডে’ গান শিখে এসে আমাকে শুনিয়েছে। এই ছোট ছোট ঘটনাগুলো জন্মদিনকে আরও স্মৃতিময় করে তোলে।”
অভিষেক এবং ঐশ্বরিয়ার মেয়ে আরাধিয়া আসছে নভেম্বর মাসে দুই বছরে পা দেবে। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধিয়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।