[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
নির্ঘুম রাত্রি প্রহরগুলো জলীয়বাষ্প হয়ে জমে যায়
শেষ রাতের আকাশে যখন ঘুমের ঘোরে স্বপ্ন বেঘোর
খুব প্রত্যুষে বেঘোর ঘুমের গুপ্ত মৃত্যু ঘটলেই পরে
চোখের পর্দা ঢেকে দেয় কালবৈশাখীর কালো সে মেঘ
হৃদয়ের সিক্ত দেয়াল চুষে জল নিংড়ে আনে কষ্টের উষ্ণতা
তারপর একটি কালবৈশাখী সকালের আগমন বিছানায়
একটি অলস প্রহর নোনা জলের দুর্দান্ত প্রতাপে মাতোয়ারা
বেলা লুকানো সূর্যের গায়ে চাদরের আচ্ছাদনে তখন
মনটাকে পোড়াতে থাকে প্রত্যুষহারা পরাজিত হাইড্রোজেন
কালবৈশাখীর অবিরত বর্ষনে পোড়া ক্ষত হয় সে বেলা আড়াল।
১৩/১/২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।