আমি মকবুল
আমার ব্লগ কে কেউ একজন বলেছে ডাল ব্লগারদের ডাল ব্লগ। কেই বা বলে আমার ব্লগের পরিবেশ বেশ্যালয়ের কাছাকাছি। দেউয়ান কাগুর মতে এভরি পাছা ফর ইটসেলফ, নিজের পাছা নিজে সামলাইয়া না চলতে পারলে আমার ব্লগে না আসাই ভালা।
আমার ব্লগের সৃষ্টির কারন কিন্তু শুধু ব্লগানির জন্য নয়। আমার ব্লগকে গড়ে তোলা হচ্ছে মুক্তচিন্তার পাইওনিয়ার হিসাবে, এ ব্লগকে সাম ইনের সমান্তরলে গড়ে তোলা হচ্ছে, কারন কি? কারন হচ্ছে এ টীম যখন সাম ইনকে ছাগু মুক্ত করনের প্ল্যান নিলো, তখন দেখা গেলো যেহেতু কোন প্রতিযোগীতা নাই, তাই সা ইনে স্বেচ্ছাচারিতা, ইউজারদের মতামতকে মুল্য দেবার মতো নুন্যতম সৌজন্যতা দেখা যায়না।
এটিকে থামানোর জন্য প্রথম দরকার ছিল একটি সমান্তরাল প্ল্যাটফরম, যাতে চাপ প্রয়োগ করা যায় বাজার অর্থনীতির মুল মন্ত্র প্রতিযোগীতার মাধ্যমে।
আজ সাইন যখন যুদ্ধাপরাধী বিচারের জন্য প্ল্যাটফরম বানায়, তখন এ টীমের মেমবার হিসাবে গর্ব অনুভব করি। আজ যখন ছাগু দেখলে এক দল তরুন সা ইনে ঝাপিয়ে পড়ে তখন জানি এ টীমের চেতনা আজ সাধারন ব্লগার ধারন করেন। যখন জানা বা আরিল যুদ্ধাপরাধী বিচারের স্বাক্ষর সংগ্রহের জন্য একটিভলি পার্টিসেপেট করেন তখন আমি জানি এ সংগ্রামে আমার ব্লগের ভুমিকা কি?
আমার ব্লগ ব্লগিং প্ল্যাটফরম না, এটির দায়িত্ব অনেক, অন্তর্জালকে রাজাকার ড়াজাকার এবং সর্বোপরি মুক্তচিন্তার প্ল্যাটফরম হিসাবে আমার ব্লগ প্রতিষ্টা করবে। আমার ব্লগের লক্ষ্য এক নাম্বার না হওয়া, আমার ব্লগ একটি লং টার্ম প্ল্যানের উপরে বানানো, এবং সা ইনের পরিবর্তিত ভূমিকা আমার ব্লগের সে লং টার্ম প্ল্যানের অংশ।
আমি আমার ব্লগের এলেক্সা রেন্কিং নিয়া চিন্তিত না, এর হিট কাউনট আমি করিনা, আমার ব্লগকে নিয়া অনেক বড় পরিকল্পনার এসব ক্ষুদ্র ব্যাপার। আমার ব্লগ বাংলাদেশের ইন্টারনেট মিডিয়া নিয়া সুদুর প্রসারী পরিকল্লনা নিয়ে নামসে। যারা বলেন ডাল ব্লগারদের ডাল ব্লগ তাদের জন্য যাষ্ট বলি ওয়েট এন্ড ওয়াচ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।