আমি যখন আর দশজনের মত ঘুরছি-ফিরছি তখন ওর দেহে চলছে ডায়ালাইসিস। গলায় ক্যাথেটার আর হাতে ফিস্টুলার যন্ত্রণা নিয়েই যাপিত হয়েছে ওর ঈদ। বলছিলাম বন্ধু সিমির কথা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিমি। হঠাৎ একদিনের দূর্বলতা আর রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবার পর ধরা পড়ে যে তার দুটো কিডনীই অকেজো হয়ে গেছে।
যত দ্রুত সম্ভব কিডনী ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিডনী ট্রান্সপ্ল্যান্ট করতে হলে আবার বেশি ডায়ালাইসিস করাও যাবে না। একদমই সময় নেই। কিন্তু এখনও যোগার হয়নি প্রয়োজনীয় টাকা আর কিডনীর।
সিমির রক্তের গ্রুপ এ পজেটিভ।
তবে রক্তের গ্রুপ ও পজেটিভ হলেও সেই কিডনী স্থাপন করা যাবে।
সিমি যেন সামনের নতুন বছরটি নতুন স্বপ্ন আর আনন্দ নিয়ে শুরু করতে পারে আসুন তার জন্য আমরা সহায়তা করি।
যোগাযোগের ঠিকানা:
মো: সোলায়মান
হিসাব নং-০০২১৯৯৩৩৫,
জনতা ব্যাংক, মোহাম্মদপুর করপোরেট শাখা,
ঢাকা৷
ফোন নং-০১৫৫২৩৫১৬৬৭
প্রথম আলোয় প্রকাশিত সেলিনা হোসেনের ' সিমির জন্য করণীয়' লেখাটি দেখার জন্য এই লিংকটি দেখুন
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।