আমাদের কথা খুঁজে নিন

   

সিমির জন্য- শুভ কামনা নয়, টাকা চাই...

কিন্তু হলাম সামান্য এক মানুষ।

সিমি সম্পর্কে জানা না থাকলে এই লেখাটা পড়ে আসতে পারেন । ওর জন্য খুব দ্রুত ৫০ লক্ষ টাকা প্রয়োজন। বেশ কিছু ব্লগে ইতিমধ্যে ক্যাম্পেইন করা হয়েছে। করা হচ্ছে মানব বন্ধন সহ আরও অনেক কিছু।

বিভিন্ন মানুষ যথাসাধ্য করবেন বলে মন্তব্য করেছেন। কিন্তু একাউন্টে পড়ে আছে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা। অথচ সময় ঘনিয়ে আসছে। গতবছর আমার খুব প্রিয় একজন শিক্ষক মারা গিয়েছিলেন একই কারণে। টাকা তুলতে তুলতে বেশ দেরী হয়ে গিয়েছিল।

সিমির ক্ষেত্রে তার পূনরাবৃত্তি হোক তা আমরা কেউই চাই না। এই জন্য একটা কার্যধারা ঠিক করা প্রয়োজন। ** এখানে অনেকেই রয়েছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কেউ মাল্টিন্যাশনাল কোম্পানীতে, কেউ অন্যকোথাও। আপনারা দয়া করে আগামীকাল থেকে আপনার কলিগদের কাছ থেকে টাকা তোলা শুরু করুন।

জোর করে চেপে ধরে একটা এমাউন্ট বলে দিবেন (১০০ হোক, পাঁচশ হোক)। সেই টাকা নিজের কাছে রাখুন। টাকার অংকটা যত বড় হয় ততই ভালো- মনে রাখবেন, প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো প্রয়োজন। আগামী সাত দিনে কত টাকা তুলতে পারলেন, তার সংখ্যাটা মন্তব্য আকারে শেয়ার করুন। আপনার ফোন নং এবং ঠিকানা দিন- আমরা যেয়ে টাকা সংগ্রহ করে নিয়ে আসবো।

** এবার আসা যাক দেশের বিভিন্ন ইউনিতে যারা আছেন। ছাত্র হিসেবেই হোক কিংবা শিক্ষক হিসেবেই হোক। দয়া করে আপনার বন্ধুর/কলিগের মানিব্যাগ ছিনতাই করে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে নিন, যদি না পান তাহলে পরের দিন আবার ধরুন। জুনিয়র হলে ধরা গলায় হুকুম করুন টাকা দেওয়ার জন্য। সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই টাকা দিতেই হবে এমন ভাব ধরুন।

(এই সিস্টেমে বাগ আছে, ভার্সিটিরতে এক পোলা একবার আমারে পাঁচ টাকা দিসিলো অনুদান হিসেবে) তাই চেহারা দেখে একটা অংক দাবী করুন। কতটাকা দিতে হবে (১০০ না ২০০) সেইটা আপনার মুখ থেকে বের হলে সবচে ভালো হয়, তা হলে পোলাপান অল্পতে ফসকায়া যাওয়ার চেষ্টা করে। ** যে কোন ফান্ডিং এর একটা বিশাল অংশ আসে বিদেশ থেকে। এখানেও অনেক প্রবাসী পাঠক আছে- তাদের সাহায্য প্রয়োজন সবচে বেশী। প্রবাসীরা কিভাবে টাকা পাঠাবেন? টাকা পাঠানোর সিস্টেম কয়েকটা রয়েছে।

১। সুইফট কোড ২। ওয়েস্টার্ণ ইউনিয়ন ৩। পে পাল পেজ। সবগুলোই ইফেক্টটিভ।

তবে সুবিধার জন্য আপনি সরাসরি টাকা পাঠান। এই জন্য আপনার সুইফট কোড লাগবে। সুইফট কোড দিয়ে টাকা পাঠালে টাকা দেশে পৌঁছাতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ। ওয়েস্টার্ণ ইউনিয়ন সবচে দ্রুত, তবে ওরা চার্জ করে বেশী। পে পাল ঝামেলা- বিদেশের একজনকে দায়িত্ব নিতে হবে।

এই অপসন আপাতত বাদ। বিদেশীরা শুধু নিজেরাই টাকা পাঠাবেন না, আশে পাশে বন্ধু বান্ধদের বলুন- পারলে পুরো পঞ্চাশ লাখ একাই তুলে ফেলার চেষ্টা করুন। একটা মানুষের জীবনে বাঁচানো গেলে, কামের মতো একটা কাম হবে। Md. Solaiman Account No:002199335 Swift code: JANBBDDHTKD Janata Bank Ltd. Mohammodpur,corporate branch,Dhak ** মিডিয়া কাভারেজ দরকার। রেডিও, সংবাদ মাধ্যম, সব জায়গায়।

আসুন চট করে সিমিকে বাঁচিয়ে ফেলি। তারপর ওরে ব্লগের সদস্য করে ইচ্ছা মতো মাইনাস দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন। প্রয়োজনীয় ফোন নং- 1.Musfik mobile no:01552433674 2. Jiniya mobile no: 01924535841

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।