আমাদের কথা খুঁজে নিন

   

সিমির মৃত্যুর জন্য অপেক্ষা আর আমাদের আহাজারি (রিপোষ্ট).....দয়া করে একটু দেখুন



ঢাকা বিশ্ববিদ্যায়ের মার্কেটিং ১৩ তম ব্যাচ মানেই হইচই আনন্দ উল্লাস আরও না বলা অনেক কিছু আমাদের শিক্ষকরাও আমাদের নিয়ে অনেক আশাবাদী (যদিও আমার মত দুই একটা পাগল ছাগল ছাড়া)। কিন্তু সবকিছুই যেন হঠাৎ করে এলোমেলো হয়ে যায় একটা ঝড়ে। ঝড়টা আর কিছুই না ছোট্ট একটা দুঃসংবাদ .........হ্যাঁ সংবাদটা খুব বড় না খু্বই ছোট আর তা হল আমাদের ব্যাচের সবচেয়ে শান্ত মেয়েটি আজ হাসপাতালে ঠিক তার চিরচেনা সেই শান্ত ভঙ্গিতে শুয়ে আছে আর ভাবছে সে কবে বাসায় যাবে। আমরা জানি তার বাসায় যাওয়াটা হয়ত খুব একটা সহজ হবে না কারন তার দুটো কিডনিই যে নষ্ট। আমরা তাকে বলতে পারি নি তার মা-বাবাও তাদের মেয়েকে এই কথাটি এখনও জানাতে পারেনি।

কিভাবে আমরা তাকে এই সংবাদটা জানাব কেউ কি বলতে পারেন? আমি কোন উত্তর খুজে পাই না শুধু একটা জিনিস আমার মাথায় তা হল আমাদের এই বন্ধুটিকে সুস্থ করে তুলতে হবে । প্রকৃতি সবসময়ই কেন এত নিষ্ঠুর আমি তার কোন উত্তর খুজে পাই না। সিমির বাবার আজ অনেক টাকা থাকলে হয়ত এটা কোন সমস্যা ছিল না। অন্তত চেষ্টাতো করা যেত কিন্তু সিমির বাবার চেষ্টা করার মত টাকাও নেই। আর এদিকে আমরা তার বন্ধুরা কি করব? আমরা সবসময় অপেক্ষা করি কবে ভার্সিটি বন্ধ হবে।

বন্ধ হলে কয়েক দিনের জন্যও হয়ত মুক্তি পাওয়া যাবে পড়াশুনার ঝামেলা থেকে। কিন্তু আমরা কি এই চেয়েছিলাম যে এমন সময় ইদ হবে এবং ভার্সিটি বন্ধ হবে যখন আমাদের এক বন্ধু শুধু মৃত্যুর প্রহর গুনবে। আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ফাঁকা আমাদেন টাকা যোগাড় করার সবচেয়ে আপন জায়গা থেকে আমরা কিছু করতে পারছি না । আমাদের বন্ধু সিমির জন্য প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু আমরা কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। শুধু টাকার জন্যই কি ঝড়ে যাবে একটি প্রান? অনেক আশা উৎসাহ নিয়ে যে মেয়েটি একদিন ভর্তি হয়েছিল দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠে.........সেই শান্ত মেয়েটি কি শুধু কিছু টাকার জন্য আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে।

সকল ব্লগারদের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের এই বন্ধুটির জন্য আপনারা আপনাদের সাধ্যমত কিছু করেন। আমার বিশ্বাস সবাই যদি এগিয়ে আসে তাহলে হয়ত আমাদের এই বন্ধুটিকে আমরা আবার আমাদের মাঝে ফিরে পাব। সহযোগিতার হাত বাড়াতে চাইলেঃ মোহাম্মদ সোলাইমান সঞ্চয়ী হিসাব নম্বরঃ ০০২১৯৯৩৩৫ জনতা ব্যাংক লিঃ মোহাম্মদপুর কর্পোরেট শাখা শেষ কথাঃ আমি অনেক দিন থেকে সামু ব্লগের সাথে জড়িত কিন্তু আজ পর্যন্ত কোন মৌলিক লেখা লিখিনি কারন লেখালেখির যোগ্যতা আমার নেই। তাই সবার কাছে অনুরোধ আমার লেখার ক্ষেত্রে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।