alwyswthu
রাজাকার মুক্ত মন্ত্রীসভার শপথে আমরা খুশি, কিন্তু রাজাকারদের মনে শোক, বাড়িতে শোক, ওদের মুখপত্র পত্রিকা বন্ধুবর্গ তাদের জন্য ক্ষোভের লজ্জার দিন আজ, যা হোক এই সব ছাগু নিন্দুকদের কল্যানে এই সরকার যাত্রা হয়ে উঠুক সুদৃঢ়
জিয়া সাহেব থেকে শু্রু করে খালেদা জিয়া পযর্ন্ত আমরা অনেক শপথ দেখেছি, যেখানে রাজাকারদের উপস্থিতি সকল স্বাধীনতা প্রিয় ব্যক্তিকেই ব্যাথিত করেছে কমবেশি,
এবারের নির্বাচনে দালাল সমেত রাজাকার'রা রাজাকার বিরোধী ঐক্যবদ্ধ জনতার জুতো পেটা খেয়ে যদি শিক্ষা না নেয়, বারবার একই পরিণতি হবে, তারপরও কেউ কেউ রাজাকারদের দালালীতে ব্যস্ত, সেদিনতো এক টিভিতে দেখলাম সাক্কা রাজাকার সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছে "রাজাকাররা ভাল, রাজাকাররা গুড, রাজাকাররা উত্তম, রাজাকাররা প্রিয় সবার, রাজাকারদের হাতেই ক্ষমতা মানায়, রাজাকারদের হাতে সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে, রাজাকারদের হাতে ধর্ম-স্বাধীনতা-সংবিধান-বিসমিল্লা-পাকিস্তান সব কিছুই সংরক্ষিত হয় ইত্যাদি ইত্যাদি হাবি জাবি, কিন্তু টের পায় নাই এখনো যে দেখার অনেক বাকি, এবার আর কেউ মুর্খ নই তা প্রতিরোধের প্রথম ধাক্কাতেই দেখলা তবে সামনে নিশ্চিন্হ করে দেবে আরেক ধাক্কায়,
তবে এই শপথ অনুষ্ঠানই শেষ নয়, বাংলার মাটি দুজর্য় খাটি দেখে নেবে দুর্বিত্তরা এবার, কোথাও আর ঠাঁই হবেনা ওদের, সবখানেই প্রতিরোধ শুরু হবে, তবে স্বাধীনতার পক্ষাবলম্বনকারী ব্লগার ভাইদের সাবধান থাকতে বলছি, ওরা আমাদের ভিতরে ঢুকার ষড়যন্ত্র করছে, যুদ্ধ শেষ হয়নি এখনো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।