আমাদের কথা খুঁজে নিন

   

হাংরি আন্দোলনের 'ছোটগল্প' বিষয়ক ইশতাআর (১৯৬২)

গুগল সার্চ করলে সাপ, ব্যাং পাওয়া যাবে । চেষ্টা করে দেখুন, ইংরেজি ও বাংলায় ।

১. ছটগল্প আর জীবনের টুকরো বলে কোনো জিনিস নয় । জীবনমাপের আয়না নয় । চমকপ্রদ ঘতনাপ্রবাহের শব্দখেলা নয় ।

ছোটগল্প আসলে বর্ণনাবিরোধী সূক্ষ্ম একরকমের চোট, মানুষের ছোঁকপ্রবৃত্তির প্রসার, অভিজ্ঞতা-ইতিহাসের নরকের ভেতর দিয়ে রেচন-পৃথিবীতে যাতায়াত । ২.ছোটগল্প হল শোকসন্তপ্তের সঙ্গমদশা । অতএব, তার কাজ হিসাবে ঘটনা বা আইডিয়া আদানপ্রদানের সঙ্গে কোন সম্পর্ক নেই । এর কাজ হচ্ছে একজন মানুষের শিরদাঁড়াকে জ্যান্ত জ্বালিয়ে দেয়া; তখন তার মানসমিশ্রণ এমন হবে যেমন যিশুর রক্তের মধ্যেকার ক্যালভারিস্হিত খেলা । ৩. এ খন ওব্দি ছোটগল্প যা হয়েছে তা প্রেম-কৌশলের লগ‌টেবল, পাঁচ-আঙুলের খেলা, বর্ণমালাসজ্জিত ন্যাকামির রংবদল, মৃত সরিসৃপের চোখ দিবৈ দেখা ঘটনার যুক্তিপূর্ণ বর্ণনা ।

ফাঁকা-স্কুলের সেই পুরানো রংরুটরা, যারা একে দখল করতে গিয়েছিল, তারা সবাই দোমড়ানো ইন্দ্রিয় নিয়ে ফেরত এসেছে, আর শেষকালে ফেরত গেছে, প্রেস-বেশ্যাদের রজো-হেমলক শুষে নিতে ৪. আজকের ঠুনকো জীবনের আচ্ছন্ন সক্রিয় অরাজকতার স্ফটিক হয়ে উঠবে ছোটগল্প; দৃষ্টির অতীত যে বিশাল বিস্তৃত বিশ্বাসঘাতী অথচ সম্ভাবনাপূর্ণ উদ্ভাস তার এলোমেলো খাবল । এটা তাঁদের পক্ষেই সম্ভব যাঁরা অস্তিত্বের আঘাত নেবার জন্য নিজেদের ক্ষত তুলে ধরেছেন । ছোটগল্প, বহিষ্কৃত ধর্মদস্যুর মতন, দুর্ঘটনা বা চেহারার বদলে তুলে ধরবে মূল উপাদান, যা বলা হয়নিকো । ৫. ছোটগল্প যেহেতু এক দক্ষ মার্জিত খুনখারাপি, তাই তা সংকেতভঙ্গীর ছত্রাকপূঞ্জ । এর কাজ হল হয়ে- ওঠার প্রণালীকে আরেকটু এগিয়ে দেয়া, যাতে থাকবে জীবনের সমর্থন এবং গন্তব্যের সূচনাসন্ধান ।

.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.