মাননিয় দেশনেত্রী শেখ হাসিনা,
পরথমেই আমার শত কোটি সালাম আর রক্তিম আভিনন্দন গ্রহন করিবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনারে ভোট দিয়া নির্বাচিত কইরা এখন আপনার দিকে তীর্থের কাকের মত চাইয়া আছে। আপা, আপনিতো জানেন আমাগোর এই গরীব দেশটার গরীব মানুষরা কি চায়। তারপরো মাননীয় নেত্রী,যদি গোস্তাকি মাপ করেন আপনেরে দুইটা কতা বলার জন্য এই পত্র লিখতাছি।
১।
আপা, আপনি বিপুল ভোটে পাশ কইরা এহন বাঘের পিঠে চইরা বইছেন। আপনার পথ এখন খুব সাবধানে চলতে আইবো। আপনার উপর আমাগোর যে শত শত দাবি আর আকাংখা উপচাইয়া পরতাছে তার দিকে আপনার একটু খুব সাবধানে নজর দিতে আইবো।
২। আপা, মানুষের সবচেয়ে বড় আর প্রথম দাবী হইলো দুই বেলা পেট ভইরা ভাত।
জিনিষপত্রের দাম যেই ভাবে বাড়ল তাতে মনে লয় যে আমাগো দেশ থাইকা মধ্যবিত্ত নামের এই শ্রনী শিগ্রই নিশ্চিহ্ন হইয়া যাইবো। চাইলের দাম আকাশ ছুয়া, ইদানিং আলু পিয়াজ এর দাম বাড়ছে। আপা, আমরা জানি যে আপনার কাছে আলাদিনের চেরাগ নাই তবু কইতাছি..জিনিশপত্রের দামটা একটু কন্ট্রোল করা যায় কিনা এই চেষ্টাটা করেন।
৩। আমাগো দেশটার সবচেয়ে বেশি নির্যাতিত আমাগোর কৃষক সমাজ।
এরা মাথার ঘাম পায়ে ফালাইয়া ফসল ফলায়, দেশের আর্থনীতির চাকা ঘুরায় কিন্তু এই এরাই তার ন্যায্য কোন দাম পায় না। সারের দাম আনেক বেশি। ফসল বিক্রি কইরা তিন মাস এরা চলতে পারেন না। তার উপর ন্যায্য ফসলের দাম পায় না। আপা, এর একটা বিহিত করেন।
আপনি যে এই বিষয়ে কিছু একটা করতে পারবেন এই ব্যাপারে আমরা নিশ্চিৎ।
৪। আইন শৃংখলা নিশ্চিত করেন। আপা, জনগণ যদি আইনের নিরাপত্তা পায়, ব্যাবসায়িরা যদি আইনের প্রটেকশন পায়, আর সব দূর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করন যায় তাইলে এই দেশটা যে সুন্দর একটা দেশ আইব এই কতাডা একটা গাধাো কইতে পারে। আপা, আইনের মার ম্যাচে কোন আপরাধী যেন আর কোন দিন পার না পায় এই বিষয়টা নিশ্চত করেন।
৫। আপা, আপনিত জানেন যে এইবার এক ঝাক নতুন ভোটার যারা ৭১ দেখে নাই তারা বর আশা কইরা আপনারে ভোট দিছে। আপা আপনি জানেন এই নতুন প্রজন্মরা আপনার কাছে কি চায়? তারা চায় ঐ যে আপনি কইতাছেন ডিজিটাল বাংলাদেশ সেই জিনিষটাই চায়। এই দেশটা পর পর পাচ বার দূর্নিতীতে চ্যাম্পিয়ন আইছে...আপা, আমরা আর ষষ্ঠ বারের মত ঐ পথে হাটতে চাই না। দেশটারে সত্যিকার ভাবেই একটা ডিজিটাল বাংলাদেশ গইরা দেন।
৬। স্বজন প্রীতি, দল প্রিতি আর এলাকা প্রিতি এই শব্দগুলোরে আপা ঝাড়ৃ মাইরা পরিস্কার কইরা ফালান। আপনি জানেন আপনার দলের মধ্যে আনেক চোর চোট্টা আছে...এই চোরদের একটা বিহিত করেন। এদের জন্য যাতে আপনার ভাবমূর্তির কোন ক্ষতি না আয় এই বিষয়টার দিকে একটু নজর দিবেন। আপা, আমরা জানি যে সাড়া বাংলাদেশে প্রত্যন্ত আঞ্চলে বিভিন্ন কুকির্তীর খবর আপনরা কানে না আসতে পারে।
সেই জন্য আপনি আপনার প্রত্যেকটা এলাকার নির্বাচিত এমপিদের একটা জবাব দিহি মূলক ব্যবস্থা করেন।
৭। আপা,আমাগো বাংলাদেশের প্রতিটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চত কইরেন। বিভিন্ন ধর্মের,বর্ণের, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আপনার কাছে আকুল আবেদন জানাই।
৮।
আপা, বিরোধীদলের প্রতি আপনি যে সহযোগিতার হাত বাড়াইয়া দিছেন এইডা শুইনা দিলটা সত্যি ভইরা গেছে। আপারে, এই প্র্যাকিটসটা যেন আপনের ক্ষমতার শষদিন পর্যন্ত থাকে এইডা আমার আকূল আবেদন।
৯। আপনি খুব শিগগিরই মন্ত্রী সভা গঠন করতে যাইতেছেন। খুবই আনন্দের কথ।
পুরনো তোতা পাখির মত যারা খালি বুলি ছুরে এদের কে আর এই মন্ত্রী সভায় জায়গা না দিয়া নতুন তরুনদের নিয়া আসেন। আমরা জনগণ চাই নতুন ভাবনা..নতুন মানুষ...নতুন বাংলাদেশ।
১০। আপা, এইডা আমার শেষ কথা। দেশটারে যুদ্ধ আপরাধীদের হাত থাইক্কা রক্ষা করেন।
আপা, আমরা জামাত মুক্ত দেশ দেখতে চাই। যে স্বপ্ন নিয়া বাংলার ৩০ লক্ষ মানুষ যুদ্ধে নামছিল, আমাগো ২ লাখ মা-বোনেরা ইজ্জত দিছিল্ আপারে, মুক্তিযুদ্ধের্ এই বিশাল ত্যাগরে আপনি যদি সম্মান না জানান তাইলে কে জানাইবো?? আপা, পৃথিবীর সব দেশেই যুদ্ধাপরাধীদের বিচার আইছে শুধু বাংলাদেশেই কিছু রাজাকারদের দোশরদের লাইগা এই হারামীরা পার পাইয়া গেছে। আপা, এর একটা বিহিত করনই লাগব। বিশ্বাস করেন, বাংলার শত কোটি জনগন আপনার সাথে আছে।
আপনের শারিরিক সুস্থতা কামনা করি আর দীর্ঘায়ু কামনা কইরা এখনই শেষ করতাছি।
আপারে এই আধমের লেখায় যদি কোন ভুল-ত্রুটি হইয়া থাকে তাইলে নিজ গুনে ক্ষমা কইরা দিয়েন।
আপনারই শত কোটি মানুষের মধ্যে একজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।