সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! প্রিয় প্রধানমন্ত্রী, আপনার এবং বিরোধী দলীয় নেত্রীর ঘোরতর শত্রুরাও আপনাদের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়। আ'লীগ ও বিএনপির কাছেই মানুষ আশা করে, বামদের কাছেও নয়, ছাগদের কাছেও নয়। কিন্তু নামে গনতন্ত্র হলেও আ'লীগের ভেতরে আপনার একচ্ছত্র আধিপত্য, বিএনপির ভেতরে খালেদা জিয়ার মতই এতটাই প্রবল যে আমার মত সাধারন মানুষ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না ! কারন এই পদটি হয়তো জয় অথবা এক সময়কার রাজপুত্র তারেকের নামে বরাদ্দ। আপনি এবং বিরোধীদলীয় নেত্রী, এই দুইজন যদি না পাল্টান, যদি নিজের দলে গনতন্ত্রের চর্চা না করেন তাহলে দেশে গনতন্ত্র আনবে কে? সত্যিকার গনতন্ত্রের অপেক্ষায় আমরা বসে আছি ! আমরা সুস্থ বিতর্ক চাই যেখানে আপনিই হয়তো নির্বাচিত হয়ে আসবেন কিন্তু একেবারেই গনতান্ত্রিক উপায়ে ! অনেকেই মনে করে আপনি অন্তর্বর্তী সরকারের একটি ফর্মুলা দেয়ার দ্বারপ্রান্তে। বিবিসি-র সাথে স্বাক্ষাতকারে দেন আর যেখানেই দেন, তাড়াতাড়ি দেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।