আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমশঃ জড় হয়ে যাচ্ছি জ্বরে

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

ক্রমশঃ জড় হয়ে যাচ্ছি জ্বরে ------------------------------------------- কালোঘাসের গোড়ায়গোড়ায় আগুন সেখানে ভোরের চিকন শিশির জমেনাই--সেই আগুন আমাকে জড়বাদের সবক শিখিয়েছিল--আমি ক্রমশঃ জড় হয়ে যাচ্ছিলাম ও ঘর জড়হাট আমি কিছুই খাইনাই মোড়ের দোকানে যাইনাই মসৃন জঙ্ঘার ভাঁজে শাদামেঘ আঁকিনাই বরফ হাতে কেউ আসেনাই যারা এসেছিল ঘোরে তাদের জরায়ুতে ---------------আমি ছিলাম কখনো -----------------------------কিছু রেখেছিলাম কখনো বিছানা থেকেই ইন্দ্রিয় খুঁজে আনে ওঘরের শব্দগুলো রোজ সন্তর্পনে একটা বেড়াল আসে বেড়ালীর কাছে ------------------------------------- আল্লাইয়ার ৩১শে ডিসেঃ [নতুন বছর আসছে নতুন করে বলার কিছু নাই কারন শুভেচ্ছা ও ভালোবাসা পুরোন হয়না]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.