আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমা হতে ক্রমশঃ

/

হাতের লন্ঠন নিভে গেল, দ্বিতীয় প্রেমের দীপ জ্বালে জোনাকি ঘুমিয়ে গেলে সে বনভূমে আকাশে ওঠে তৃতীয়া কাস্তে চাঁদ তারপর ডুবে যায়। চতুর্থ প্রেম হয়ে আসে ছায়া আলো ভোর। আমার সমস্ত প্রেম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থী সামন্তবাদীতায় একান্ত অনুগত ভৃত্যের মত থেকে তারা ছিল মালিকানায় আমার খালিঘরে। বহুমাত্রিক ক্যান্ডেল : দেশলাই কাঠি প্রেয়সী প্রেম জ্বলে, জল জ্বলে, রাগ জ্বলে, ক্ষোভ জ্বলে। আমি আলো হই। জানি এটা মান, এটা অভিমান, এটা রাগ এটা ক্ষোভ, এটা পাওয়া, ওটা ছাড়া। দিকদর্শন প্রেয়সীগণের হাত ধরে চিনি নতুন রাস্তা অর্থহীন পৃথিবী সংজ্ঞাময় উদাহরণ হয় উচ্ছ্বল বর্ণনায় আমার প্রতিটা প্রেম প্রতিটা জগতের উন্মোচিত দ্বার প্রথমা আমার প্রথম গোপন কথা, দ্বিতীয়া আমার গোপন আলোড়ন, তৃতীয়া বলে জাগ্রত হও দিবাকর, চতুর্থী বিকশিত করে দূরে বহুদূরে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।