জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
নির্বাচনে হারলে হাসিনা যা বলেন, খালেদাও তাই বলেন। বাংলাদেশে হারু পার্টি সব সময় নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। হাসিনার বলা সেই বিখ্যাত সুক্ষ্ম কারচুপি ও স্থুল কারচুপি ইত্যাদি নিয়ে ব্যাপক রসিকতা করছি আমরা বছরের পর বছর। নির্বাচনে হেরে খালেদা এর আগেও নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। হাসিনাও নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন।
মূলত নির্বাচনে হারলে তাদের দুজনের প্রতিক্রিয়া একই হয়।
সেই ধারাবাহিকতায় খালেদা জিয়া বর্তমান নির্বাচনকে নীলনক্সার নির্বাচন বলবেন এটা জানা কথা। বাংলাদেশে এই নির্বাচনী সংস্কৃতি যে বদলাবে না, তার প্রথম নমুনাটা আমরা দেখলাম মাত্র।
কিন্তু আশংকাটা অন্য জায়গায়। হাসিনা খালেদা যেই ক্ষমতায় গেছে, তার দল ও আত্মীয় স্বজন চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি করেছে।
হাসিনা এবার জিতেছেন , আগের সেই দৃষ্টান্ত অনুসারে তার দল আগের মতো সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না তো ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।