আমাদের কথা খুঁজে নিন

   

কলিগ মহাজোটের বিজয়ের প্রধান রূপকারদের অভিনন্দিত করতে চায়

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

বলেন তো আওয়ামী জোটের বিজয়ের প্রধান রূপকার কে? কলিগ সন্ধ্যার পর থেকে উত্তেজিত। একটু পর পর ফোন করে আর রাজাকারদের সর্বশেষ ভোট সংখ্যা জানায়। হঠাৎ সে মহাজোটের বিজয়ের রূপকারকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো। আমি রাজনীতি বলতে পটেটো আর অনিয়নের দাম বুঝি, রূপকার-ফুপকার বলতে ইঞ্জিনিয়ারিং বুঝি। কইলাম, শেখ হাসিনা? আরে ধুরো মিয়া! মহাজোটকে জয়ী করতে দুজনের নিখুঁত পরিকল্পনার ফসল এখন জনগণ ভোগ করছে।

তাদের অভিনন্দিত করা এখন শেখ হাসিনার দায়িত্ব। মাথার বিরলকেশাঞ্চলে শিরশিরে শিহরণ। উদগ্রীবভাবে জানতে চাই, কারা এই দুজন? জয়? রেহানা? কলিগ ফোস করে ওঠে। আপনার মাথায় বুদ্ধিশুদ্ধি দেখি ইয়াজউদ্দিনের মত। মহাজোটের বিজয়ের নীলনকশা আসলে করেছিল তারেক ও কোকো! কীইইই? সহসাই বের হয়ে আসে বিষ্ময়ধ্বনি।

কলিগ বলে, হু! আর এটা করেছে বিএনপির শাষণামলেই। দীর্ঘ পাঁচ বছর যাবত কেবল আওয়ামী লীগের বিজয়কেই নিশ্চিত করতে পরিকল্পনামাফিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে গেছে তারা। আসেন তাদেরকে অভিনন্দিত করি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.