১৯৪২ সালে আবুল আলা মওদুদী সাহেব যখন জামায়াতে ইসলাম নামের দলটি গড়ে তোলেন তখন পাক ভারত উপমহাদেশের প্রায় সব আলেম ওলামা একত্রে একটা ফতোয়া দিয়েছিলেন যে জামাত একটা বিতর্কিত ফেরকা। এমনকি এদের পেছনে নামাজ ও হবে না। দুঃখের বিষয় আজ বাংলাদেশের বেশীর ভাগ মসজিদের ইমাম জামাত করেন। ব্যাপারটা ভেবে দেখেছেন কি?
আমরা কলেমা তে পড়েছি 'আমানতু বিল্লাহে ওয়া মালাইকাতিহি -- অর্থাৎ আমি বিশ্বাস করি আল্লাহতে , ফেরেশতায় ----'
এখানে লক্ষ্যনীয় যে প্রথমে আল্লাহতে বিশ্বাস এবং তারপরই ফেরেশতায় বিশ্বাস,
কিন্তু মজার ব্যাপার হচ্ছে মওদুদী তার লেখায় বলেছেন 'ফেরেশতা হচ্ছে ভারত ও গ্রীসের দেবদেবীর মত'।
এই যদি হয় তাদের বিশ্বাস তাহলে তারা কি মুসলমান বলে গন্য হবেন?
আর তাদের পেছনে দাড়িয়ে কি ইসলাম কায়েম হবে?
জ্ঞানী পাঠকরা কি বলেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।