আমাদের কথা খুঁজে নিন

   

সাম্রাজ্যবাদের দালালি করে ইখওয়ান ধরা খাইছে, বাংলাদেশে ইখওয়ানপন্থী-জামাতীরা এখনও মার্কিনীদের অনুগ্রহে বেঁচে আছে।

মিসরের সর্ববৃহৎ (সংখ্যার দিক থেকে, জনমতের দিক থেকে নয়) রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন বলেছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির বিরুদ্ধ সামরিক অভ্যুত্থানে পশ্চিমা দেশগুলো পূর্ণ সমর্থন দিয়েছে। ইখওয়ানের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মাদ আল-বেলতাগি বলেছেন, এ অভ্যুত্থানে পাশ্চাত্যের সমর্থন মিসরের জনগণের মনে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি ঘৃণা বাড়িয়ে দিয়েছে। বেলতাগি আরও বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, আন্তর্জাতিক সমাজ মিসরের সামরিক অভ্যুত্থানের সমর্থনে এগিয়ে এসেছে। ’ ইখওয়ানুল মুসলিমিন নেতা বলেন, ‘যেসব স্বাধীনচেতা জাতি স্বৈরশাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমেরিকা ও ইউরোপীয় সরকারগুলো সেসব জাতির বিরুদ্ধে অবস্থান নেয়। এসব পশ্চিমা দেশ সব সময় দেশে দেশে সামরিক অভ্যুত্থান ও স্বৈরশাসকদের পৃষ্ঠপোষকতা দিয়েছে।

’ ইখওয়ান মার্কিনীদের হাতে ধরা খাওয়ার পর বুঝল। আলজেরিয়াতেও ইখওয়ানপন্থীরা ধরা খেয়েছিল, সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করেনি। বাংলাদেশের জামাতও মার্কিন সাম্রাজ্যবাদের তাঁবেদারী করে ইসলাম বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে; ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করছেনা। জামাতের প্রভু সাম্রাজ্যবাদী মার্কিনীরা, তাদের মানবতা বিরোধী অপরাধে দন্ডিত নেতাদের বাঁচায় কিনা সে আশায় এখনও বুক বেধে আছে। জামাত ভুলেও বুঝতে পারছেনা, সময়মতো তার প্রভু কিভাবে তাকে লাথিটা মারবে।

অবশ্য লাথি মারলেও সে তার প্রভুকে তখন বলবে,‍‍ "হে প্রভু, আপনি পায়ে ব্যথা পাননিতো? এমনই নতজানু জামাত। " ইসলামের পক্ষের শক্তির দেশে অভাব নেই কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী ইসলামপন্থী খুঁজে পাওয়া ভার। এই যদি হয় দেশের অবস্থা সেখানে হেফাজত দিয়েই কী হবে, সবইতো মার্কিনীদের পকেটে। আমাদের দেশে সেই রাজনীতিবীদ হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে থাকবে ইসলাম আর বুকে থাকবে বিশ্বাস মার্কিনীদের দালালিতে থাকবেনা তার উচ্ছাস।

ইসলাম বলে জনগণকে দেবেনা সে ধোকা, সাপোর্ট পাবে সে নারী, পুরুষের,- ছেলে, বুড়ো, খোকা। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.