আমাদের কথা খুঁজে নিন

   

দলীয় প্রধানদের সফর ঘিরে চাঙ্গা সিলেটের রাজনীতি

১৮ দিনের ব্যবধানে সিলেট সফরে আসছেন দেশের শীর্ষ তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি প্রধান। তিন দলীয় প্রধানের এই সফরকে কেন্দ্র করে চাঙা হয়ে উঠছে সিলেটের রাজনীতি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রধানদের এ সফরকে 'নির্বাচনী মিশন' হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় প্রধানের সফর সফল করতে দলের নেতা-কর্মীরা সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন। চলছে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি।

জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিলেট সফরের পর ৪ অক্টোবর জাপা প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ ও পরদিন আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তিন দলীয় প্রধান সিলেটে জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে। এদিকে, তিন দলীয় প্রধানের সিলেট সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন চাঙা হয়ে ওঠেছে। প্রতিদিনই সংগঠনগুলোর নেতা-কর্মীরা প্রস্তুতি সভা করে চলছেন। নির্বাচনের আগে দলীয় প্রধানদের জনসভাকে জনসমুদ্রে পরিণত করে সাংগঠনিক শক্তি ও দলের জনপ্রিয়তা প্রমাণ করতে বসে নেই নেতা-কর্মীরা।

এছাড়া বিএনপি ও জাতীয় পার্টিও প্রতিদিন প্রস্তুতি সভা করে চলছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা সফরকালে ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় জালালাবাদ সেনানিবাসে নতুন একটি সেনা ডিভিশনের উদ্বোধন ও ২টায় গোলাপগঞ্জের কৈলাশটিলায় ৭ নম্বর তেল-গ্যাস কূপ খনন কাজ পরিদর্শন করে এমসি একাডেমি মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। দলীয় সভানেত্রীর সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরের ১৮ দিন পর সিলেটে জনসভা করবেন বিএনপি প্রধান খালেদা জিয়া। সিলেট সফর সফলে ইতোমধ্যে একাধিক কর্মিসভা করে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এ ব্যাপারে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন বলেন, দলীয় চেয়ারপারসনের সফর ও জনসভা সফলে প্রস্তুতি শুরু হয়েছে। আলীয়া মাদরাসা মাঠেই জনসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। জনসভা সফলে শীঘ্রই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

এরশাদের সিলেট সফর প্রসঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী জানান, ৪ অক্টোবর এরশাদ সিলেটে এসে জেলা জাপার সম্মেলনে যোগ দেবেন ও জনসভায় বক্তৃতা করবেন। পার্টি প্রধানের সফর সফলে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.