আমি তখন ক্লাস নাইনে
পড়ি এক কম্বাইন্ধ স্কুলে
একসাথে পড়তাম আমরা প্রাইভেট টিউটরের কাছে।
তুমি ছিলে কেমিষ্ট্রিতে কাচা,
আমি ছিলাম ভয়ানক পাকা।
আমি থাকতাম মাটির দিকে চেয়ে
তুমি বলতে লাজুক একটা ছেলে।
তোমার ছিল হাজার পাগলামি
হায় বড় অশহায় ছিলাম আমি।
চিমটি দিয়ে মাংস নিতে প্রায়ই
ব্যথা পেলে কত্ত হাসতে তুমি।
সাহস করে একদিন মাটিকে বানালাম তোমার চোখ
বুকে সেই থেকে অজানা এক চোট।
বন্ধু দিবসে তোমার দেয়া ছড়া-
("পা বাড়ালেই পথের ছায়ায় আমাকে তুই পাবি
তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর ষম্মুখে পথ নাই")
করেছিল আমাকে বেড়াছেড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।