সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
বাংলাদেশে বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান জাহাজ নির্মানের সাথে জড়িত। এই সেক্টর এখন বাংলাদেশের জন্য বেশ আশাবাদী, কারন এই স্বল্পসময়ে বেশ কিছু প্রতিষ্ঠান সুনামের সাথে জাহাজ নির্মান করে বিদেশে সুনাম কুড়িয়েছে! বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মাঝে আনন্দ শিপইয়ার্ড অন্যতম। এই জাহাজ নির্মান কারখানাটি মেঘনা নদীর তীরে মেঘনা ঘাটে অবস্থিত! মোট এলাকা ২৮একর যার রয়েছে ৩টা জাহাজ বানানোর আলাদা আলাদা হল। এখানে জাহাজ নির্মানের জন্য ওভারহেড ট্রাভেলিং ক্রেন, সিএনসি মেশিন, অটোমেটিক ওয়েলডিং মেশিন সহ আধুনিক অনেক যন্ত্রপাতি রয়েছে। আজ ওখানকার কিছু ছবি আপনাদের জন্য। জাহাজ নির্মান কারখানা দেখার সময় সেখানে তৈরি হচ্ছিল ডেনমার্কের জাহাজ স্টেলা মারিস আর মোজাম্বিকের জন্য কয়েকটি পাবলিক ক্যারিয়ার ভেসেল। সাথে আরো কয়েকটা দেশের ভুলে গেছি। এদের ব্যস্ততা এতো বেশি যে আগামী ২০২০পর্যন্ত জাহাজ নির্মানের বুকিং হয়ে গেছে!!
(স্টেলা মরিসের বামপাশ)
(স্টেলা মরিসের ডানপাশ)
(সাদা ২টি মুজাম্বিকের জন্য নির্মানাধীন পাবলিক ক্যারিয়ার ভেসেল)
(৩টি জাহাজ নির্মান হলের ১টি)
(নির্মানাধীন আরো দুটি জাহাজ)
(পরিদর্শনের সময় মার্চ, ২০০৮) ছবিঃ মুকুট!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।