সায়ানের গানের ভক্ত আমরা পতি-পত্নী দু'জনেই। স্বভাবতই পুণ্যও পছন্দ করছে। শুধু পছন্দ নয় সে বেশ ভালই গুনগুন করে " এক চোখে চুরুলিয়া এক চোখে জোড়াসাঁকো, এক চোখ বুঁজে থেকোনা বাঙালী, দু'চোখ দিয়ে দেখো"। সায়ানের সাথে পূণ্যর বাবার ই মেইলে যোগাযোগ হয়। সে পূণ্যর কন্ঠে এই গানটি রেকর্ড করে একটা ক্লিপ পাঠায় সায়ানের কাছে।
তারপর সায়ানের সে কি উচ্ছসিত প্রতিউত্তর!!
ঈদের পরদিন ছুটির দিন বিধায় আমাদের সকালের নাস্তা একটু দেরিতেই হচ্ছে। দশটার দিকে ওর মোবাইলে একটা টেক্সট আসলো ওর বন্ধুর কাছ থেকে বিটিভিতে সায়ানের গান হচ্ছে যেন আমরা দেখি। ও উঠে চলে গেল টিভির সামনে আর আমি রান্নাঘরে। হঠাৎ ওর চিৎকার শুনে দৌড় দিয়ে গেলাম। দেখলাম সায়ানের সাক্ষাৎকার চলছে।
শুনতে পেলাম সায়ান বলছে, " আমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি পেয়েছি রাজশাহীর তিন বছরের মেয়ে পূণ্যর কাছে। এতটুকু বাচ্চা আমার গান করে! " উপস্থাপিকা এবং সায়ান দু'জনেই পূণ্যকে ঈদের শুভেচ্ছা জানালো। আমরা তো রীতিমত হতবাক। সায়ান এভাবে পূণ্যর কথা বলবে আমরা কল্পনাই করিনি। এরপর বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে লাগলো।
হঠাৎ করেই দেখলাম আমার পূণ্য বেশ ফেমাস হয়ে গেছে। কি ভীষণ ভালো লাগছিল! সবচেয়ে মজা লাগলো পরদিন যখন আমার বান্ধবী চট্টগ্রাম থেকে ফোন করে জানালো সে রাত তিনটার সময় ওই অনুষ্ঠানের রিপিট দেখেছে এবং এই পূণ্য আমার পূণ্য কিনা জানার জন্য সে অস্থির হয়ে আছে।
সত্যিই, সন্তানের ভাল কিছু তা সে যত সামান্যই হোকনা কেন বাবা-মার কাছে তা কতটা আনন্দদায়ক আজ বুঝতে পারলাম। দোয়া করি ও অনেক বড় হবে আর মানবকল্যানে আসবে।
পূণ্যের গাওয়া যে ক্লিপটা সায়ানকে পাঠান হয়েছিল সেটা শেয়ার করছি।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।