কোন যুক্তিতেই যখন আর
প্রিয়জনকে প্রিয় বলা যায় না,
তখনতো চোখে মেঘ জমতেই পারে।
যখন আর কোন অজুহাতই কাজ করে না-
কাছাকাছি হাত ধরে থাকার
তখন কি ঘন বর্ষণ স্বাভাবিক নয়। ।
বড় কষ্ট হয়
যখন দেখি তুমি অসহায়
সত্যি আমি ভাবি
যখন দেখি তুমি নিরুপায়।
মাঝে মাঝে ইচ্ছে করে
টিস্যু পেপার হয়ে তোমার সব জল শুষে নিতে
আবার ভয় হয়-
আমার আদ্র টিস্যু পেপার-
আবার না তোমার জলের পরিমান বাড়িয়ে দেয়।
এছাড়া আর কিইবা করতে পারি আমি
কতটুকুই বা ভালোবাসা দিতে পারি তোমায়
তোমার কষ্টের কাছে সিতো অতি ক্ষুদ্র, অতি নগন্য।
আমি প্ৃথিবীর সব মায়াময় চোখে
দেখতে চেয়েছিলাম অনন্ত ভালোবাসা, অদ্ভুত শান্তি
দেখতে চাইনি কোন বোবা কান্না ।
তাই যারা কাদেঁ নিরবে, নিভ্ৃতে রাতে, সময়ে-অসময়ে-
যারা অসহ্য যন্ত্রনায় ছটফট করে পুরোনো স্ম্ৃতি মনে করে
ভালোবেসে রাখি তাদের আমার হ্ৃদয়ে
অতি যত্নে, সংগোপনে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।