আমরা যারা দিব্যি আছি
কথা দিচ্ছি মাছরাঙা বা খিদের সাথে
আমাদের কোনও সম্পর্ক নেই
আমরা যারা দিব্যি আছি
গালি দিয়ে টি.ভি. বন্ধ করেই হয়ে উঠি
একেকজন হিট অ্যাঙ্কার
আমরা যারা দিব্যি আছি
সন্ধ্যার ওপর ভালো সেল-এর অপেক্ষায় থাকি
প্রতিপক্ষকে কাবু করি অন্ত্যাক্ষরীতে
আমরা যারা দিব্যি আছি
কবিকে পাত্তা না দিয়ে পুলিশের কাছে জানতে চাই
আগুন কি ক'রে ছড়ায়
আমরা যারা দিব্যি আছি
কখনো কোনও মিছিলের মাঝখান দিয়ে রাস্তা পেরোই না
এবং অবশ্যই বন্ধের বিরোধিতা করি
আমরা যারা দিব্যি আছি
পথ চলার সময় বার বার পিছন ফিরে দেখি
আমরা যদি আর দিব্যি না থাকি
এমন কোনও বিস্ফোরণ আমাদের পিছু নিয়েছে কিনা।
---------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।