আমাদের কথা খুঁজে নিন

   

দিব্যি

এত বেহায়া কেনরে তুই মন? পুড়ছিস, কাঁদছিস আবার হাসছিস যখন তখন। ও সকল কথা ঐ বইয়ের পাতাতেই শোভা পায়। রবার্ট ব্রুস সপ্তম বারে গিয়ে জয়ী হয়। তুই শালা সাতবার নয়, সাতশ বারেও পারবিনা। এতো জমির দখল নয়; মনের দখল, তবু বলছিস তুই' হাল ছাড়বি না।

ভাল হয়ে যা, ভাল হয়ে যা, সময় আছে এখনো। এমন ধাক্কা খাবি, দেখবো ভালবাসা থাকবে কি তখনো। তেল-জল, জল-তেল মেশে না কভু। যোগ্যতা কি আছে তোর? জেনেও ছাড়ছিস না যে পিছু। সরে যা পথ থেকে, সরে যা, সরে যা বলছি।

জীবিত লাশ হতে না চাইলে, তোর দিব্যি দিচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.