আমাদের কথা খুঁজে নিন

   

আমি এরকম কোনও দিব্যি দিইনি

স্বপ্ন দেখতে ভালোবাসি . . .

ভালবাসো এ কথা এত বেশি বল তুমি, যে, মাঝে মাঝে আমি ভুল করে বিশ্বাসও করে ফেলি যে তুমি বোধহয় সত্যিই ভালবাসো আমাকে, এ আমার বোঝা উচিত ছিল অনর্গল কেউ কিছু বলে গেলেই সেটা সত্য হয় না। ভালবাসা তো মুখের কথা নয়, ভালবাসা বুঝব নিমগ্নতায়, ত্যাগে। তুমি নিমগ্ন কতটুকু ? আমি তো এরকম কোনও দিব্যি দিইনি যে আমাকে ভালবাসতেই হবে। বাসো না ভাল। হাজার মানুষ ভালবাসে না , তাই বলে আমি কি মরে গেছি নাকি ? ভালবাসো না।সে অনেক ভাল, তবু মিথ্যের জলে ডুবিয়ে আমার শ্বাসরোধ করো না। তসলিমা নাসরিনের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।