সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বাশার আল আসাদ মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের নারীবিষয়ক এক ফোরামে এ অভিযোগ করেন বান কি মুন।
জাতিসংঘের মহাসচিব বলেন, আসাদ অনেকগুলো মানবতাবিরোধী অপরাধ করেছেন। এ বিষয়ে তাঁকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার জোরালো বেশ কিছু তথ্য-প্রমাণ জাতিসংঘ অস্ত্র পরিদর্শকেরা পেয়েছেন বলে আভাস দিয়েছেন বান কি মুন। তিনি বলেছেন, ব্যাপক রাসায়নিক অস্ত্র ব্যবহূত হওয়ার বিষয়টি ওই তদন্ত প্রতিবেদনে উঠে আসবে বলে আমার বিশ্বাস।
তবে কারা এ অস্ত্র ব্যবহার করেছে, সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি জাতিসংঘের মহাসচিব।
আগামী সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে তদন্ত প্রতিবেদনে জমা দেবেন জাতিসংঘের অস্ত্র পরিদর্শকেরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।