আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি ওয়ার্ডে আইনশৃঙ্খলা উন্নয়নবিষয়ক কমিটি গঠনের সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদের স্থানীয় এলাকার মধ্যে আইনশৃঙ্খলা ও জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে আইনশৃঙ্খলা উন্নয়নবিষয়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে সভাপতি করে স্কুলশিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হবে।
আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা থেকে জারি করা এক পরিপত্রে এসব কথা বলা হয়েছে। পরিপত্রের আদেশে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
পরিপত্রে বলা হয়েছে, এই কমিটি মাসে একবার সভায় মিলিত হয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে একটি প্রতিবেদন ইউপি চেয়ারম্যানের কাছে দাখিল করবেন।

এলাকায় কোনো অপরিচিত লোক বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি দেখলে অবিলম্বে তা সংশ্লিষ্ট থানা বা পুলিশ ফাঁড়িতে সংবাদ পাঠাতে বলা হয়েছে।
পরিপত্রে আরো বলা হয়, মসজিদ বা অন্যান্য উপাসনালয়ের মাইক ব্যবহার করে কেউ যাতে সাধারণ মানুষকে উসকানি দিয়ে কোনোভাবে কারও বিরুদ্ধে উত্তেজিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করতে ওয়ার্ড এলাকায় গেলে এই কমিটি তাদের আইনগত দায়িত্ব পালনে সহায়তা করবে। সামাজিক শান্তি ও স্থিতিশীলতা এবং জনজীবনে নিরাপত্তা বজায় রাখার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে কমিটি উদ্বুদ্ধ করবে এবং মসজিদের ইমামসহ সবার সঙ্গে মতবিনিময় করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা হলে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে হবে।

এই কমিটি গঠনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়ে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.