আমাদের ক্রিকেটের আজ যে অবস্থা একের পর এক ইনিংসহার, হোয়াইটওয়াস, সিরিজ হার বাঙ্গালী জাতি হিসেবে আমরা পেয়েছি অপমান, অপবাদ ও সমালোচনা। এই অপমান, অপবাদ ও সমালোচনা ক্রিকেটারদের কিছুই যায় নাআসলেও বাঙ্গালী জাতি হিসেবে আমরা খুবই হেয় হয়ে পড়েছি। হার যেন ক্রিকেটারদের উৎসবের আমেজ বয়ে আনে। ক্রিকেটাররা দক্ষিন আফ্রিকার দুঃসপ্নের সফর শেষে শুধু ব্যর্থতার বোঝা নিয়েই আসেনি সঙ্গে নিয়ে এসেছেন বিদেশি মদও। দেশে ফেরার পর বিমান বন্দরে সোনার ছেলেদের কাছ থেকে ৩৫ বোতল মদ পাওয়া গেছে। ক্রিকেটারদের ব্যাগে মদ দেখে শুধু বিমানবন্দরের কর্মকর্তারাই অবাক হননি অপমানিত হয়েছে পুরো বাঙ্গালী জাতি। যাদের বলা হয় দেশের দূত, যাদের হাতে দেশের পতাকার সম্মান অক্ষুন্ন রাখার দায়িত্ব, তারাই এবার বিদেশ থেকে মদ আনার দায়িত্ব নিয়েছেন। দক্ষিন আফ্রিকার দুঃসপ্নের সফর শেষে শুধু ব্যর্থতার বোঝা থেকে রক্ষা পেলেও জাতীয় দলের ক্রিকেটাররা এই লজ্জা থেকে রক্ষা পাবেন কি করে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।