যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
প্রধানমন্ত্রী অফিসের সামনের সড়কের নিরাপত্তা থাকবে দুর্ভেদ্য এতো জানা কথাই। সড়ক, ট্রাফিকের নিয়ন্ত্রণে এর স্ট্রাকচারাল বিষয়টি বিবেচ্য হবে সর্বাগ্রে। অন্য কোন সংযোগ সড়ক যেন এর সম্মুখে যুক্ত না হয়, ট্রাফিক ক্লিয়ারিং অগ্রাধিকারভিত্তিতে হয়- ইত্যাদি বিষয়গুলো স্বাভাবিকভাবেই নিরাপত্তা-ব্যবস্থাপনার অংশ।
কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে প্রধানমন্ত্রী কার্যলয়ের প্রধান ফটকের সামনে নতুন একটা সড়ক সংযুক্ত হতে যাচ্ছে। হতাশার বিষয় হলো এই সংযোগস্থল দীর্ঘ একটা সিগনালের সূচনা করবে এবং কার্যালয়ের সামনে অপেক্ষমান থাকবে শ'য়ে শ'য়ে যানবাহন।
সড়কটি গুরুত্বপূর্ণ বটে, সেজন্য এটিকে আরো বাড়িয়ে পিএসসির মসজিদের পার্শ্বস্থ মাঠ দিয়ে সংযোগ স্থাপন করা যেত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।