আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে !

''যার সৃষ্টির স্থায়ীত্ব যত বেশী সে তত বড় মাপের কিংবদন্তী''
''আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবরণে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি বাউল এর এই মন টা রে..'' প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এর একটি কালজয়ী কবিতা। পরবর্তীতে এটি সালমান শাহ্ এর একটি ছবিতে গান হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। কবি রুদ্র লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন এবং পরবর্তীকালে পাঁচ বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। কবি তার শেষ জীবনে হতাশায় অত্যাধিক মাদকাসক্ত হয়ে পড়েন এবং অনেকের মতে আত্মহত্যা করার পূর্বে তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে কবি এই গানটি সুইসাইড নোট হিসেবে লিখে যান। যার মানে দাঁড়ায় এই গানটি কবি রুদ্রের সুইসাইড নোট !! কবি রুদ্রের সাথে নায়ক সালমান শাহ্‌ এর মিল এখানেই, দুজনই আত্মহত্যার মাধ্যমে তাদের জীবনাবসান ঘটান। সালমান শাহ্‌ এর মৃত্যুদিবসে গানটি নায়ককে ডেডিকেট করলাম। ভারতীয় বাংলা গায়িকা সোমালতার গাওয়া ফিউশনটিও আমার অনেক পছন্দের।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।