নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই একটা নদী ভালবাসায় বিশ্বাসী মনের ভিতর মিষ্টি সুরে বয়ে যায়, চক্ষু নেই, জন্ম থেকে অন্ধ, নির্ভরতায় চোখের পাতায় রয়ে যায়। ও আমাকে সুখ দেয় ও আমাকে ঠেলে দিচ্ছে গাঙের তীরে কখনো তার আবদার মেটাতে দু:খটাকে কিনে আনি দিন দুপুরে অন্য নদী কৃষ্ণকালো সন্দিহান সব কিছুতেই অন্য অর্থ খোঁজে, বুকে খাদে বইয়ে বিষাদ ঢেউ সাপের ফনা মাছের চেয়ে বোঝে, বন্ধুকে কে ঠেলেছে দুরে সন্তরণে চোরা বালি দিচ্ছে গুঁজে দ্বিধার বালু বহন করে ছইয়ের নিচে, সুখের দিনে ভুল সমুদ্র দিচ্ছে খুঁজে দুই নদীতে আড়া আড়ি সেতু বেয়ে প্রায় সময়ই সত্য নিয়ে যাই ওপারে মিথ্যে নামের কুকুরটাকে তাড়িয়ে দিয়ে নিরাপত্তা দিতে চাইছি বন্ধুতাকে তথাপি সেই নদীর চলার বাঁকে হৃদয়ঘাতক শৃগাল হয়ে ডাকে, আমি তাদের তাড়াচ্ছি না খাঁচার ভিতর লোভের ছানা পুষে রাখছি, ছাড়ছি না -- ড্রাফট ১.২ / যা ভাবছি সেটাই হুবুহু লিখে দিলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।