আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভিতর আমি

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

আমিঃ অচেনা আমি, দিব্য ক্ষনস্থায়ী ভূমি মোহ নামের, ভুল সমুদ্রেই যেন নামি ! ভুলে যাই বারেবার, অস্তিত্ব আমার দায়িত্বের পরে, এ কেমন অবিচার ! ভিতরের আমিঃ ভুলে গিয়ে, সরল-সঠিক-পূণ্যের পথ, করছি কতইনা অনৈক্য-ভ্রান্তির শপথ হেরেছি এক-অভীষ্ট জান্নাতি গতিপথ জীবন মোহে ধরেছি যেন, উল্টো রথ ! আমিঃ এই যে আমি, অগনন পাপের স্বামী বোধ হারিয়ে, আর কত নিচে নামি ! কতদূর গেলে, মিটবে খায়েশ যত ! নাকি রয়েই যাব চিরদিন, আশাহত? ভিতরের আমিঃ দূরত্ব মেপে আর, লাভ কি বলো? পাপের সমুদ্র টেনে বলছে, চলো ! দেখায় কত, মনোহর-রঙ্গিন স্বপন নিজ হাতেই করেছি, এ বীজ বপন ! আমিঃ জাগতিক আমি, যতই নিচে নামি পাইনা খুঁজে, পদে কোন শক্ত ভূমি দিব্যি হাসছি দেখো, মেকি হাসি কত ! নিজেও জানি, এ নয় হৃদ-বিধৌত ভিতরের আমিঃ সকল হাসিই, চিরতরে বন্ধ হবে মায়া ছেড়ে, চক্ষু যেদিন অন্ধ হবে মম নিথর দেহ ঘিরে, কাঁদবে কেউ কারো-বা মনে বইবে, আনন্দ ঢেউ ! আমিঃ দাঁড়াবো আমি, সামনে যবে অন্তর্যামী ! লজ্জায় ঝরবে কি অশ্রু, হয়ে প্রীতগামী? ভুল কবে মুছে গিয়ে, শ্রান্তির ফুল হবে ! চাইব নাকি মালিকের ক্ষমা, আজ তবে ! ভিতরের আমিঃ ক্ষমো মোরে প্রভু, করছি যা প্রতিনিয়ত আর কত বইব, অসাড় বোঝা, সতত এবার বিশ্রাম চাই, আজ থেকে চিরতরে ! রেখো মোরে আরশ-ছায়ায়, হাশরের পরে ________________________________________________ রচনাকালঃ ২২.১০.২০১৩ ঈসায়ী [ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।