দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিধ্বস্ত একটি মার্কিন সামরিক বিমানের যাত্রীদের দেহাবশেষ উদ্ধার করতে অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ৬ জন বিশেষজ্ঞের একটি দল এ কাজে ইতোমধ্যেই ত্রিপুরার ধলাই জেলার এক দুর্গম জায়গায় ওই দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে।
১৯৪৬ সালের ১৭ মে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে কলকাতায় ফেরার পথে ডাকোটা নামে পরিচিত মার্কিন বাহিনীর ডগলাস C47b বিমানটি বিধ্বস্ত হয়। আগরতলার সাংবাদিক সৈয়দ সাজ্জাদ আলী মার্কিন উদ্ধারকারী দলের সঙ্গে থাকা ভারতীয় সরকারি কর্মকর্তাদেরসিঙ্গে কথা বলেছেন। তিনি বিবিসিকে বলছিলেন, বিমানটিতে ৪ জন ক্রু ছাড়াও আটজন আমেরিকান সামরিক অফিসার ছিলেন।
তাছাড়া বার্মা ফ্রন্টে যুদ্ধে নিহত ৪৩ জন আমেরিকান সেনার মৃতদেহও ওই বিমানে বহন করা হচ্ছিল।
সাজ্জাদ আলী বলছিলেন, ওই ঘটনার পর ৬৭ বছর পেরিয়ে গেছে। তাই এই অনুসন্ধানে কী পাওয়া যাবে তা বলা কষ্টকর। স্থানীয় উপজাতির লোকেরা নিহতদের সমাহিত করেছিলেন, অন্য যা সামগ্রী ছিল তার অনেক কিছুই হয়তো নিয়ে যাওয়া হয়েছে এদিক-ওদিক হয়ে গেছে। তবে নিহতদের কিছু দেহাবশেষ, পোশাক, ব্যাজ, মেডেল এরকম কিছু চিহ্ন হয়তো এখনো পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে একজন মার্কিন অভিযাত্রী প্রথম কিছু ধ্বংসাবশেষ পান সেখানে এবং তারপরই মার্কিন সরকার ভারত সরকারকে আরো অনুসন্ধানের জন্য আবেদন জানায়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।