পশ্চিমবঙ্গে ৩৪ বছরের দীর্ঘ বাম জমানার পরিবর্তনের পর এবার প্রতিবেশি রাজ্য ত্রিপুরাতেও পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আগরতলার বিবেকানন্দ স্টেডিয়ামে এক জনসভা থেকে ত্রিপুরার বাম সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গত ৩৭ বছরে এই সরকারের আমলে রাজ্য উন্নয়নে পিছিয়ে রয়েছে, এ রাজ্যের সরকারি কর্মচারীদের রুপি নেই, ভালো রাস্তা নেই। ত্রিপুরার প্রত্যেকেই বঞ্চিত, লাঞ্ছিত। সিপিআইএম-এর কোনো 'মিশন' নেই, কোনো 'ভিশন'ও নেই। তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
যদি পরিবর্তন চান, তাহলে তৃণমূলকে ক্ষমতায় আনুন'। ত্রিপুরাবাসীর কাছে তার আহ্বান 'ত্রিপুরার নতুন প্রজন্ম অন্য কোনো সরকার দেখেনি, তাই এবার তৃণমূলকে ক্ষমতায় আনুন'। ত্রিপুরাতে পরিবর্তনের পাশাপাশি কেন্দ্রেও সরকার বদল চেয়ে পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কয়েকদিন আগে কলকাতার ব্রিগেড থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা। এবার সেই বার্তা দিলেন ত্রিপুরা থেকে।
কার্যত ত্রিপুরা থেকেই এদিন রাজ্যের বাইরে প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী। ত্রিপুরাবাসীর মন জয়ের চেষ্টা করতেও কসুর করলেন না দলনেত্রী। তিনি বলেন 'বাংলা ত্রিপুরার পাশেই আছে, এ রাজ্যের সঙ্গে আমাদের আত্দিক যোগও আছে'। তিনি বলেন, আমি চাই আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনের (ত্রিপুরা পূর্ব এবং ত্রিপুরা পশ্চিম) একটিতে উপজাতি এবং অন্যটিতে বাঙালি প্রার্থী দাঁড়াক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।