ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বন্যহাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। নিহত কৃষকের নাম ভাগ্য চাকমা।
ত্রিপুরার উনকোটি জেলায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে কৈলাসহরে একটি ফসলের মাঠে বন্যহাতির পাল হানা দেয়। এ সময় হাতি তাড়াতে সেখানে গ্রামবাসীরা জড়ো হন। গ্রামবাসীরা হাতি তাড়াতে গেলে পাল্টা আক্রমণ করে হাতির পাল। এতে ভাগ্য চাকমা নামে এক কৃষক মারাত্মক আহত হন।
পরে রবিবার সকালে ভাগ্য চাকমাকে কৈলাসহরের আর জি এম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, ভাগ্য চাকমার পরিবার এবং এলাকাবাসী এ ঘটনার জন্য সরকারি সাহায্যের দাবি করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।