আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী জোকস : ই-মেইলে পাওয়া

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

এইমাত্র কয়েকটি সর্দারজী জোকস পাওয়া গেল বন্ধুর মেইল থেকে। শেয়ার করতে ইচ্ছে হল... ০১. বন্ধু : তোমার জন্ম কোথায় সর্দারজী : ইনডিয়া বন্ধু : কোন এরিয়া? সর্দারজী : ধুর, আমার ফুল বডি জন্মাইছে ইনডিয়ায়। ০২. দুই সর্দারজী গাড়িতে বোমা ফিট করছে প্রথম সর্দারজী : অ্যাই, বোমা যদি এখন ফেটে যায়? দ্বিতীয় সর্দারজী : ধুর ব্যাক্কেল, এইজন্যই তো বাড়তি আরেকটা বোমা রাখছি। ০৩. সর্দারজী নতুন চাকরিতে জয়েন করেছে। প্রথম দিনই সেন অফিসের পিসিতে কার করতে করতে সন্ধ্যা করে ফেলল।

বস তো বেশ খুশি। পরের দিন বস তাকে জিজ্ঞেস করলেন, কাল কি কি কাজ করলে। সর্দারজী উত্তর দিল, স্যার, কি বোর্ডে দেখলাম অক্ষরগুলা উল্টাপাল্টা ব্সানো। কাল সবগুলা অক্ষর খুলে ঠিকঠাক বসায়ে ফেলছি। ০৪. জাদুঘরের কিউরেটর : আপনি জানেন যে চীনামাটির পাত্রটি ভেঙ্গেছেন সেটি দুই হাজার বছরের পুরানো? সর্দারজী : যাক বাঁচা গেল, আমি তো ভাবছিলাম নয়া প্লেট ভাইঙ্গা ফালাইছি।

০৫. টুরিস্ট : এই কঙ্কালটা কার? সর্দারজী : এটা এক প্রাচীন রাজার কঙ্কাল। টুরিস্ট : ওই ছোট কঙ্কালটা তাহলে কার? সর্দারজী : ওই একই রাজার, তবে ছোট বয়সের। ০৬. ১ম সর্দারজী : আমি, তুমার এটিএম কার্ডের পিন দেইখা ফালাইছি ২য় সর্দারজী : তাই? বলতো নাম্বারটা কি? ১ম সর্দারজী : নাম্বারটা হইলো ৪টা স্টার। ২য় সর্দারজী : ধুর ব্যাক্কল, এটিএম মেশিনে ২৬৮৩ টিপলে মনিটরে ৪টা স্টার দেখায়। ০৭. সর্দারজী : তুমি আমারে ঠাকায়া দিসো... দোকানদার : ক্যান আপনেরে তো সবচেয়ে ভালো রেডিওটাই দিলাম, মেড ইন জাপান।

সর্দারজী : ফাইজলামি পাইসো? ব্যটারি লাগায়া যেই রেডিও অন করছি, কয় দিন ইজ অল ইনডিয়া রেডিও। আমার ট্যাকা ফিরত দ্যাও... একটা বোনাস... মন্দিরের বাইরে রাখা সর্দারজীর চপ্পল...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।