আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com
একবার এক সর্দারজী তার সর্দারনীরে নিয়া টিভি দেখতে ছিল । হঠাৎ সর্দারজী খুব চিন্তিত মনে উইঠা বৈঠক খানার সব জিনিসপত্র উল্টায় পাল্টায় দেখতে লাগল ।
একবার সে ক্যাবিনেটের পিছনে উঁকি দেয়, একবার সে কার্পেট উল্টায়া দেখে । একবার সে মই বায়া দেয়ালের লাইটিং পয়েন্ট পরীক্ষা করে । আর মাথা থুক্কু পাগড়ি চুলকায় ।
সর্দারনী জিগায় 'কী হইছে তোমার? পুরা পাগল হইয়া গেলা নি? এতোদিন তো আধপাগল ছিলা । '
'খূঁজতেছি । '
'কী খুঁজতাছো সর্দারজী ঘন্টা সিং?'
'লুকানো ক্যামেরা খুঁজতেছি!'
'লুকানো ক্যামেরা আবার আইলো ক্যামতে আমাগো বৈঠকখানায়? তুমার ক্যামরা তুমার মুবাইল ফুনে । তুমার ফুন তুমার পকেটে । '
'আইছে ।
নাইলে টিভির ভিতরে হেই চান্দু পাঁচ মিনিট পর পর ভেটকি মাছের হাসি দিয়া ক্যানো বলে বারবার 'ইয়ে হ্যায় স্টার ওয়ার্ল্ড, তো আপ দেখতে হে হ্যায় স্টার প্লাস!?! ' *** এর পুত জানে ক্যামনে আমরা স্টার প্লাস দেখি? নির্ঘাত এই ঘরে লুকানো ক্যামেরা আছে !'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।