আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী ২২

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

তো একবার সর্দারজী জ্ঞানী খৈল সিং আসছে বাংলাদেশে । সে বেশ কিছু ম্যাপ নিয়া আসছে পাঞ্জাবের, লুধিয়ানার, বাংলাদেশের ছাগলনাইয়ার ম্যাপের সাথে বদলাবদলি করবে । আইসা সে একটা বেশ বড় ম্যাপপ্রস্তুত কারক ফার্মের অফিসে গেছে (হইতে পারে ম্যাপপা বা গ্রাফোসম্যান) । তার ঘন্টা খানেক পরে তারে দেখা গেল হোটেলে । উষ্কোখুষ্কো, বিধ্বস্ত চেহারা ।

তার জিগায় ম্যানেজার, কী হইছে সর্দারজী? কুছ গড়বড় হুয়া?' 'গড়বড় হুয়া মতলব? সারা বডির সব নাটবল্টু নড়বড় হুয়া! হেরা আমারে এক কিলোমিটার দৌড়ানি দিছে । আমার কোট খুইলা নিছে ! আমার পাগড়ি ছিড়া দিছে, দাড়িতে আগুন লাগানোর পাঁয়তারা করছে । একখান জুতাও বোধহয় বাজেয়াফত করছে । ' 'ক্যানো? খারাপ কথা কইছিলেন নাকি? 'খারাপ কথা কমু? মাথা খারাপ? আমি জ্ঞানী খৈল সিং না? আমি শুধু একখান ভাবের কথা কইছিলাম । শুনছি বাংলা মুলুকের লোক ভাবের কথা খুব পসন্দ করে ।

' 'কী ভাবের কথা । ' 'সঠিকভাবে কইতে গেলে কবিতার কথা । শুনছিলাম বাংলা মুলুকের লোক কবিতা শুনলে ইমপ্রেসড হয় । হইছে ইমপ্রেসড! ব্যাড ইমপ্রেশন!!' 'কী কবিতা শুনি?' 'ভাত দে.....সালা!!!...নইলে মানচিত্র চিবিয়ে খাবো!!!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।