আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com
রাত বাজে সাড়ে ১ টা ।
সর্দারজী গাব্বু সিং এর ফুন পুং পাং, টুং টাং কইরা উঠল ।
'হাল্লু! কেয়া বলতে তু?'
'হেলু, এইডা কী ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান?'
'নাহ! বদ নসীব দোস্ত । এইডা এগারো এগারো এগারো !'
'অহো! রং নাম্বার! মুঝে মাফ কি জিয়ে!'
'ইট্স অলরাইট ইয়ার! ম্যান ইজ মর্টাল!'
__
পরের দিন গাব্বুর লগে তার ল্যাঙ্গোটিয়া দোস্ত ডাব্বুর সিং এর মোলাকাত । ডাব্বু কয়
'কাইল রাইতে সাতবার ফুন লাগাইলাম তুমারে । কিন্তুক সাতবার রং নাম্বারে চইলা যায় ! আমি ফুন করি ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ানে আর ফুন যায়গা এগারো এগারো এগারোতে!'
'অহো ডাব্বু, আমার নাম্বার কিন্তুক চেঞ্জ হইছে !'
'এহন কী ?'
'আগে ছিল নোকিয়া ৪২০, এহন স্যামসাং ৫৫৫!'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।