আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com
(তারিখটা [১৭] সিংক্রোনাইজ করা দরকার আর বাঁশের আগা থিকা নাইমা গেছি সেইটাও একটা ফ্যাক্টর । তাই আরেকটা মিনিপ্যাক সর্দারজী ছাড়লাম )
পরীক্ষা চলতেছে এমন সময় সর্দারজী ফেল্টু সিং আইসা এগজামিনারের সামনে খাড়াইলো ।
'কী হইছে ফেল্টু সিং?
'ওস্তাদ, ইকটু টয়লেটে যাই?'
'পয়লা ঘন্টায় পাইখানায় যাওন মানা ।'
'আমারে যাইতেই হইবো ।'
'কেস কী? ওরস্যালাইন না ইনসুলিন ?'
'এইখানে লিখছে 'অ্যানসার ইন ব্রিফ' । কিন্তু আমি বক্সার পইরা আসছি । তয় বুদ্ধি কইরা দুইরকম জিনিসই নিয়া আসছি । আপনে পারমিশন দিলে টয়লেটে গিয়া ব্রিফ পইরা আইসা কোশ্চেন অ্যানসার করি ।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।