আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী ২৮

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

একবার সর্দারজী পেলেনে উঠছে । উইঠাই তার জন্য বরাদ্দ আইলের পাশের সীটে না বইসা সোজা জানালার ধারে বইসা গেছে । জানালার যাত্রী এক বুড়ি হাউকাউ লাগাইছে পেলেনের মডু গো কাছে । পেরথমে এক স্টুয়ার্ডেস আইছে । কিন্তু সর্দারজী কথা শুনবো কী! সে চায়া রইছে অ্যাটেন্ডান্টের ফিগারের দিকে ! শরম পাইয়া গেছে গা মাইয়া ! তারপরে আইলো আরেক অ্যাটেন্ডেন্ট ।

কিন্তুক সর্দারজী ঘুমের ভান করছে । শেষ মেষ ক্যাপ্টেনরে খবর দেয়া । হে আইসা সর্দারজীর কানে, কী কইলো ফিস ফিস কইরা । সাথে সাথে কেল্লা ফতে! সর্দারজী বাধ্য বালকের মতো উইঠা নিজের বরাদ্দ সীটে । বুড়ি চোখ মুছতে মুছতে কুরসিতে বসছে ।

পরে জিগায় তাকে অন্য লোকেরা, কী কইলা তুমি সর্দারের পো রে? 'সোজা কথা কইলাম সরল ভাষায় । ' 'কী সেইটা?' 'কইলাম পেলেন যাইতেছে লন্ডন নগরীতে । কিন্তুক জানালার ধারে ওগোরে ঢালকানগরে নামায়া দেয়া হইবো!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।