আমাদের কথা খুঁজে নিন

   

সর্দারজী ২৬

আমারে পাইবেন এই ঠিকানায়dhali912@gmail.com

একবার এক সর্দারজী, সর্দারজী পটকা সিং আইলো তার দোস্তের কাছে । তার না কি লাইফটা ভাজা ভাজা হয়া যাইতেছে । 'কী হইছে? প্রবলেম কী ইয়ার?' 'আমার মধ্যে প্রদেশ । লোকে তো পটকা সিংকে, মোটকা সিং ডাকতেছে । নারীগণ আমার সান্নিধ্যে আর আগের মত পুলকিত হইতেছে না ।

নিজেরে মনে হয় নদীবক্ষে ভাসমান সিমেন্টের বার্জ । সংক্ষপে বলতে গেল আমার ভুঁড়িটা সবখানে ইন্টারফেয়ার করতেছে । ' 'সমস্যা নাই ইয়ার । তুমি সকালে জগিং করো । ' 'হ! জগ নিয়া কী করুম?' 'জগিং করবা ।

এইটা হালকার উপর ঝাপসা লৌড় । দ্রুত বেগে হন্টন । অনেকটা ধুক্কুর ধুক্কুর গরুর গাড়ি ইস্টাইলে । দেখবা তোমার মধ্য প্রদেশ, নাগাল্যান্ডের মত সংকুচিত হয়া গেছে । ' 'ঠিক হ্যায়! ধুক্কুর ধুক্কুর গরুর গাড়ির লাহান লৌড় পারুম আমি!' ... তিনমাস পরে দেখা পটকা সিং এর সাথে ।

দেখে কী মোটু না আরো ফুলছে! 'কী ব্যাপার ? তোমারে না জগিং করতে কইছিলাম?' 'করতেছি তো! কিন্তুক সকালে যেইদিকেই জগিং করি দেখি আমার ঠ্যাং দুইটা কোনো ক্যাফে-ধাবা-বা খাওন-দাওনের কোনো জায়গায় নিয়া গেছে!' 'তারপর?' 'ডাক্তার কইছে ভরাপেটে লৌড়ানো ঠিক না!'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।