হতে পারি বদ অথবা ফাজিল কিংবা একটু দুষ্টু প্রকৃতির। আমি নিজেকে জোকার ভাবতেও ভালবাসি। কিন্তু আমি চরম ঠোঁটকাটা। আমি সত্যের জন্য কারো পরোয়া করি না। কারন পাপ বাপকেও ছাড়ে না।
নিশ্চই মিথ্যা বিলুপ্ত হবে। www.facebook.com/RISALATMAX সাধারন খবরঃ শাহাবাগের আন্দোলন দেখলে মনে হইতাছে না যে ঐটা যুদ্ধাপরাধীর ফাসির জন্য আন্দোলন। এক নেতা বলেন ধর্ম ভীত্তিক রাজনীতি নিষিদ্ধ কর, একজন নারী নেত্রী বলেন আমি অমুক ভাম ছাত্র দলের সদস্য একজন বলেন ছাত্রদল উপস্থিত নাই।
.
.
মতামতঃ আফনাগো প্রবলেম কি? ঐখানে গেছো বিচার চাইতে সমাবেশ করতে না। আর যেইখানে ছাত্রলীগ আর ভামলীগ দাড়াইয়া আছে ঐ খানে ছাত্রদল যাইবে মাইর খাইতে? শিবিরের মরার ইচ্ছা থাকতে পারে ছাত্রদলের নাই।
কেডা সাইধা সাইধা বিশ্বজিত্ হইতে চায়?
.
.
আজরাঈল বানীঃ ভন্ডামী বাদ দেও। এত প্যানা না প্যাঁচাইয়া ডায়রেক্ট কইলেই তো হয় যে আমরা ভাব দলেরা সমাবেশ ডাকছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।